রাসূলের নামাযের বৈশিষ্ট্য (বই): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Abirahsan247 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
{{তথ্যছক বই
}}
'''নবীর নামাযের বর্ণনা''' ({{lang-ar|صفة صلاة النبي}}, সিফাতুস সালাতুন নবী) শাইখ [[মুহাম্মদ নাসিরুদ্দীন আল-আলবানী|মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানীর]] একটি বই।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=كتب الألباني|ইউআরএল=http://www.islamport.com/isp_eBooks/alb/|সংগ্রহের-তারিখ=2020-09-09}}</ref> এই বইয়ে নামাজের পদ্ধতি অনুসারে সাজানো হয়েছে, এর শুরু থেকে [[ক্বিবলা|কেবলামুখী]] হওয়া, দাঁড়ানো এবং [[তাকবীরাতে ইহরাম|তাকবীর]] বলা এবং নামাজের শেষ পর্যন্ত বর্ণনা রয়েছে। বইতে উল্লেখিত হাদিসগুলো উদ্ধৃত করে নামাযের প্রতিটি গুণের হুকুম নির্দেশ করা, তা ফরয হোক বা ওয়াজিব হোক, সেগুলো বর্ণনা করা হয়েছে। এতে ফুকাহাদের কথা উল্লেখ করা হয়েছে, যাদের উপর তিনি তার চিন্তাধারাকে শক্তিশালী করার জন্য এই বিষয়ে নির্ভর করেছিলেন। এসব বিষয়াদির প্রমাণ নিয়ে এই বইতে আলোচনা করেছেন।
 
এই বইটিতে, শেখ আল-আলবানী [[হাদিস শিক্ষা|হাদিসের মূলনীতি]] গ্রহণ করে তার নিরঙ্কুশ অধ্যবসায় দেখিয়েছেন। তিনি এমন হাদিসের উপর কাজ করেননি, যে হাদিসটি তার নিকট দুর্বল হিসাবে দেখা যায়। যদিও তিনি আইনশাস্ত্রের বিধান সংশোধন এবং দুর্বল প্রমাণ করার ক্ষেত্রে প্রাথমিক আইনবিদদের উদ্ধৃতি দিয়েছেন, এমনকি যদি কিছু আইনবিদ তাদের উপর আমল করেছেন।<ref name="مولد تلقائيا1">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=ص21 - كتاب أصل صفة صلاة النبي صلى الله عليه وسلم - منهج الكتاب - المكتبة الشاملة الحديثة|ইউআরএল=https://shamela.ws/book/9875/20|সংগ্রহের-তারিখ=2020-09-09}}</ref>