জাদু মন্ত্রক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৯ নং লাইন:
=== অরর কার্যালয় ===
অররের কাজ হল দুষ্ট জাদুকরদের অনুসরণ করে তাদের বন্দী করা। [[মিনার্ভা ম্যাকগনাগিল|মিনার্ভা ম্যাকগনাগিলের]] মতে, '''অরর কার্যালয়''' কর্মচারীদের ন্যূনতম যোগ্যতা অন্তত পাঁচটি এন.ই.ডব্লিউ.টি (ন্যূনতম [[হ্যারি পটার মহাবিশ্ব#শিক্ষা|"একসিডস এক্সপেকটেশন"]] গ্রেড সহ)। তাঁর মতে পোশনস, ডিফেন্স এগেনস্ট দ্য ডার্ক আর্টস, ট্রান্সফিগারেশন, চার্মস ও হার্বোলজি এন.ই.ডব্লিউ.টি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। অবশ্যই এই কার্যালয়ে পদপ্রার্থীদের একটি কঠিন ব্যক্তিত্ব পরীক্ষাতেও পাস করতে হয়। [[নিম্ফ্যাডোরা টঙ্কস]] উল্লেখ করেছেন, যে কার্যক্রমের পাঠ্যসূচির দুটি বিষয় হল "Concealment and Disguise" ও "Stealth and Tracking"। এই পরীক্ষা অধিক নম্বর সহকারে পাস করা বেশ কঠিন। আর সেটিই পদপ্রার্থীর যোগ্যতা বলে বিবেচিত হয়।
 
''হ্যারি পটার'' সিরিজের গুরুত্বপূর্ণ অররেরা হলেন [[অ্যালাস্টার মুডি]], [[নিম্ফ্যাডোরা টঙ্কস]], [[কিংসলে শ্যাকলবোল্ট]], [[জন ডলিশ]], [[ফ্র্যাঙ্ক ও অ্যালিস লংবটম]], রুফাস স্ক্রিমগেয়ার, গাওইন রোবার্ডস, প্রাউডফুট, স্যাভেজ ও উইলিয়ামসন। রাওলিং-এর মতে, হ্যারি পটার সতেরো বছর বয়সে এই বিভাগে যোগ দেয় ও পরে বিভাগীয় প্রধানের পদে উন্নীত হয়।<ref name=october-2007-wotm>{{cite news|url=http://www.hpana.com/news.20205.html|title=New 'Wizard' for October|date=2007-09-30|accessdate=2007-10-01|publisher=HPANA}}</ref> [[রন উইজলি|রন উইজলিও]] অরর কার্যালয়ের সদস্য হয়েছিলেন।<ref>[http://www.msnbc.msn.com/id/19959323/from/RS.2/ Exclusive: Finished ‘Potter’? Rowling tells what happens next – Wild about Harry – MSNBC.com<!-- Bot generated title -->]</ref>
 
==পাদটীকা==