জাদু মন্ত্রক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪১ নং লাইন:
*[[পায়াস থিকনিস]] (১ অগস্ট, ১৯৯৭ –২ মে, ১৯৯৮) (ভলডেমর্টের ইমপেরিয়াস কার্সের অধীনে; ক্রীড়ানক মন্ত্রী)
*[[কিংসলে শ্যাকলবোল্ট]] (১৯৯৮–?)
 
== জাদু আইন বলবৎকরণ বিভাগ ==
'''জাদু আইন বলবৎকরণ বিভাগ''' জাদু মন্ত্রকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ। [[পুলিশ]] ও [[বিচারবিভাগ|বিচারবিভাগের]] সমন্বয়ে গঠিত এই বিভাগটি জাদু মন্ত্রকের দ্বিতীয় স্তরে অবস্থিত। সিরিজের সূচনাভাগে এই বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন [[অ্যামেলিয়া বোনস]]। ভলডেমর্টের হাতে তিনি নিহত হওয়ার পর তাঁর স্থলে আসেন পায়াস থিকনিস।{{HP6}} পরে ভলডেমর্ট থিকনিসকে ক্রীড়ানক মন্ত্রী নিযুক্ত করলে [[ডেথ ইটার#ইয়াক্সলে|ইয়াক্সলে]] এই পদে বৃত হন। অতীতে [[বার্টিমাস ক্রাউচ সিনিয়র]] এই বিভাগের প্রধান ছিলেন বলে জানা যায়।{{HP4}}
 
রাউলিং জানিয়েছেন, হগওয়ার্টসে পড়াশোনা শেষ করে [[হারমায়োনি গ্রেঞ্জার]] প্রথমে [[#জাদুক্ষমতাসম্পন্ন জীব নিয়ামন ও নিয়ন্ত্রণ বিভাগ| জাদুক্ষমতাসম্পন্ন জীব নিয়ামন ও নিয়ন্ত্রণ বিভাগে]] যোগ দেয় এবং পরে সেখান থেকে বদলি এই বিভাগে আসে।
 
==পাদটীকা==