জাদু মন্ত্রক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৮ নং লাইন:
== জাদুমন্ত্রী ==
সিরিজের অন্তিম ভাগে ব্রিটেনের জাদুমন্ত্রী হন [[অর্ডার অফ দ্য ফিনিক্স (সংগঠন)#কিংসলে শ্যাকলবোল্ট|কিংসলে শ্যাকলবোল্ট]]। তিনি ভলডেমর্টের ক্রীড়ানক [[#পিয়াস থিকনিস|পিয়াস থিকনিসকে]] অপসারিত করে জাদুমন্ত্রী নির্বাচন হন। উল্লেখ্য স্ক্রিমগেয়ারকে হত্যার পর ভলডেমর্টের [[ইমপেরিয়াস কার্স|ইমপেরিয়াস কার্সের]] অধীনে থিকনিস তাঁর হয়ে কাজ করছিলেন।
 
স্ক্রিমগেয়ার ফাজকে অপসারিত করে জাদুমন্ত্রী হন। ফাজ আবার মিলিসেন্ট ব্যাগনল্ডকে অপসারিত করে জাদুমন্ত্রী হয়েছিলেন। ব্যাগনল্ডের সম্পর্কে অবশ্য কোনো তথ্যই জানা যায় না। অন্যান্য মন্ত্রীদের মধ্যে গ্রোগান স্টাম্প (১৭৭০ – ১৮৮৪) ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি ১৮১১ সালে জাদুমন্ত্রী হন। জীব বনাম পশু বর্গীকরণ সমস্যার সমাধান তাঁর উল্লেখযোগ্য কীর্তি। আর্টেমিসিয়া লুফকিন ছিলেন প্রথম মহিলা জাদুমন্ত্রী। [[অ্যালবাস ডাম্বলডোর|অ্যালবাস ডাম্বলডোরকে]] অন্তত তিন বার জাদুমন্ত্রীর পদ গ্রহণের আহ্বান জানানো হয়। কিন্তু ডাম্বলডোর এই পদ গ্রহণে অস্বীকার করেছিলেন। হগওয়ার্টে বিদ্যালয় জীবনের শেষ পরর্বে [[লর্ড ভলডেমর্ট|টম মার্ভোলো রিডলের]] জাদুমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথাও কেউ কেউ বলতেন। তাঁর সেই বুদ্ধি, জাদুদক্ষতা ও জনমোহিনী ক্ষমতাও ছিল। কিন্তু রিডল জাদু মন্তকের সঙ্গে কোনোরূপ সহযোগিতা করতে অস্বীকার করেন।
 
==পাদটীকা==