ইবাদি ইসলাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

ইসলামের একটি মাযহাব
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: ইবাদী হল ইসলাম ধর্মাবল্মবী এক মাযহাব। এই মাযহাব সুন্নি বা শিয...
(কোনও পার্থক্য নেই)

০৫:০১, ২৪ মার্চ ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

ইবাদী হল ইসলাম ধর্মাবল্মবী এক মাযহাব। এই মাযহাব সুন্নি বা শিয়া পন্থার অন্তর্ভুক্ত নয়। এই মাযহাবের আবির্ভাব ইবাদী আন্দোলন থেকে। এই আন্দোলন মুহাম্মাদের(সঃ) প্রয়াণের ৫০ বছর আগেই শুরু হয়। আব্দুল্লাহ ইবন ইবাদ আল-তামিমি এই মতবাদের প্রতিষ্ঠাতা মনে করা হয়। কিন্তু এই মাযহাববাদীরা দাবী করেন এর প্রতিষ্টাতা জাবির ইবন জাইদ আল-আযদি। খারাজীদের প্রভাব এই মতবাদের উপর আছে বলে মনে করা হয়।[১]

বিস্তার

মুলত ওমানে এই মতবাদপন্থীরা থকলেও টিউনিশিয়া,লিবিয়াতেও এই মতাব্লম্বীরা আছেন।

তথ্য

  1. "faith and power",(1982)