বাস্তুতন্ত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Friendsamin (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২ নং লাইন:
[[চিত্র:River gambia Niokolokoba National Park.gif|thumb|[[রেইনফরেস্ট]] বাস্তুতন্ত্রের বৈচিত্র্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটা [[সেনেগাল|সেনেগালের]] [[নিকোলা-কোবা জাতীয় পার্ক|নিকোলা-কোবা জাতীয় পার্কের]] [[গাম্বিয়া নদী]]।]]
[[চিত্র:HohRiverTrail 7322.jpg|থাম্ব|নাতিশীতোষ্ণ রেইন ফরেস্ট, একটি স্থলজ বাস্তুতন্ত্র।]]
'''বাস্তুতন্ত্র''' ({{lang-en|Ecosystem}}) হচ্ছে জৈব, অজৈব পদার্থ ও বিভিন্ন জীবসমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীবসমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে।<ref>Tansley (1934); Molles (1999), p. 482; Chapin ''et al''. (2002), p. 380; Schulze ''et al''. (2005); p. 400; Gurevitch ''et al''. (2006), p. 522; Smith & Smith 2012, p. G-5</ref>
 
'''বাস্তুতন্ত্র''' ({{lang-en|Ecosystem}}) হচ্ছে জৈব, অজৈব পদার্থ ও বিভিন্ন জীবসমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীবসমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে।<ref>Tansley (1934); Molles (1999), p. 482; Chapin ''et al''. (2002), p. 380; Schulze ''et al''. (2005); p. 400; Gurevitch ''et al''. (2006), p. 522; Smith & Smith 2012, p. G-5</ref> জীব ও তার পরিবেশের পারস্পরিক আন্তঃসম্পর্ক চর্চার বিষয়কে বাস্তুবিদ্যা বা ecology বলে। জার্মান বিজ্ঞানী হাকেল (Haeckel) ১৮৬৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Oekologie (গ্রিক 'Oikos অর্থ বাসস্থান এবং 'Logos অর্থ জ্ঞান) শব্দটি প্রয়োগ করেন। এই ''Oekologic'' থেকে ecology শব্দটির উৎপত্তি। ১৯৩৫ খ্রিস্টাব্দে বাস্তুবিদ এ. জি. ট্যান্সলি (A. G Tansley) বাস্তুতন্ত্র বা ecosystem শব্দটি প্রথম চয়ন করেন। তিনি ''eco'' শব্দটিকে পরিবেশ অর্থে ব্যবহার করেন। বিজ্ঞানী ওয়েস্টার (Webster) '''System''' শব্দটির ব্যাখ্যা প্রদান করে। তাঁর মতে, পৃথ্বীকৃত বস্তুসমূহের পারস্পরিক আস্তা বিক্রিয়ার ফলে সংযোগ সাধিত হয়। বাস্তুবিদ ওডাম (Odum, ১৯৭১) বাস্তুবিদ্যার নিম্নরূপ বৈজ্ঞানিক সংজ্ঞা প্রদান করেন—
"যে বিশেষ পদ্ধতিতে কোনো বসতিধানে অবস্থিত জীবগোষ্ঠীগুলি একে অপরের সঙ্গে এবং এই বসতি অঞ্চলের অজৈব পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে একটি সুস্থিত তন্ত্র গঠন করে, সেই সুস্থিত তন্ত্র গঠনের ক্রিয়া পদ্ধতিকে বাস্তুতন্ত্র বলে।"
== বাস্তুতন্ত্রের উপাদানসমূহ ==
বাস্তুতন্ত্রের কার্যকারিতার উপর ভিত্তি করে বিজ্ঞানী ওডাম (১৯৬৬) বাস্তুতন্ত্রের উপাদানসমূহকে দুইভাগে ভাগ করেন। এরা যথাক্রমে—
# কার্যভিত্তিক উপাদান
#* স্বভোজী উপাদান
#* পরভোজী উপাদান
# সাংগঠনিক উপাদান
#* নির্জীব উপাদান
#* সজীব উপাদান
 
আবার গঠনগতভাবে বাস্তুতন্ত্রের উপাদানসমূহকে নিম্নলিখিত উপায়ে ভাগ করা যায়—
# '''নির্জীব উপাদান'''
#* অজৈব উপাদান
#* জৈব উপাদান
#* ভৌত উপাদান
# '''সজীব উপাদান'''
#* উৎপাদক
#* খাদক
#** <small>প্রথম শ্রেণির খাদক
#** দ্বিতীয় শ্রেণির খাদক
#** সর্বোচ্চ শ্রেণির খাদক</small>
#* বিয়োজক
 
 
প্রত্যেক বাস্তুতন্ত্রে মূলত তিনটি উপাদান রয়েছে, যথা-