মুহাম্মদ মহসিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

প্রশিদ্ধ জনহিতৈষী, দানবীর ও শিক্ষানুরাগি
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
OwenSupremo (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: হাজি মুহাম্মদ মহসীন বাংলার একজন দানবীর মানুষ হিসাবে খ্যাত। তি...
(কোনও পার্থক্য নেই)

০৪:২৯, ২২ মার্চ ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

হাজি মুহাম্মদ মহসীন বাংলার একজন দানবীর মানুষ হিসাবে খ্যাত। তিনি মানুষের কল্যাণে বহু কাজ করেছেন। এখনও মহসীনের নামে বহু শিক্ষালয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও হাজি মুহাম্মাদ মহসীন হল আছে।

জীবনী

১৭৩২ সালে ধনী পরিবারে মহসীনের জন্ম হয়। মন্নুজান নামে এক সৎবোনের যত্নে তিনি বড় হোন। ১৭৬৭ সালে মন্নুজানের বিয়ে হলে তিনি বিভিন্ন দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। কিন্তু মন্নুজান বিধবা হয়ে তিনি বোনের সাথে থকতেন। ১৮০৩ সালে মন্নুজান মারা যান। এরপর সংসার ধর্মে চির উদাসীন মহসীন আরো বৈরাগী হয়ে যান। এই সময় মুলত দান করেই তিনি সময় কাটাতেন। ১৮১২ সালে তিনি মারা যান।

অবদান

তাঁর দানের টাকায় বহু পরিবার চলত। ইমামবারা, মহসীন কলেজ তৈরি হয়। এখনও হুগলিতে মহসীন ফান্ড আছে। সেখান থেকে ছাত্রছাত্রীরা সাহায্য পান।