চীনা কমিউনিস্ট পার্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sumangal (আলোচনা | অবদান)
Sumangal (আলোচনা | অবদান)
৬২ নং লাইন:
 
== ইতিহাস ==
[[১৯১৯]] সালের [[৪ মে-র আন্দোলন|৪ মে-র আন্দোলনের]] পর থেকেই চীনে মার্ক্সবাদী চিন্তাধারা ব্যাপকভাবে প্রসার লাভ করতে শুরু করে। [[১৯২০]] সালের [[জুন]] মাসে [[কমিউনিস্ট ইন্টারন্যাশনাল|কমিউনিস্ট ইন্টারন্যাশনালের]] পক্ষ থেকে [[গ্রিগোরি ভইতিন্‌স্কি]] চীনে আগমন করেন এবং [[লি দাজাও]] সহ অন্যান্য সংস্কারপন্থীদের সাথে সাক্ষাৎ করেন। তিনিই চীনে "সমাজতান্ত্রিক যুব বাহিনী" প্রতিষ্ঠা করতে অর্থসাহায্য করেন।<ref>Schwartz, Benjamin, ''Chinese Communism and the Rise of Mao'', Harper & Row (New York: 1951), p. 32-35.</ref> এরপর [[১৯২১]] সালে শাংহাইয়ের ফরাসি উপনিবেশে একটি অনানুষ্ঠানিক সংগঠন হিসেবে চেন দুজিউ এবং লি দাজাও কর্তৃক প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয় '''চীনের কমিউনিস্ট পার্টি'''। [[১৯২০]] সালে চীনে এবং চীনের বাইরে বিভিন্ন অনানুষ্ঠানিক গোষ্ঠীর অস্তিত্ব ছিলই, কিন্তু কমিউনিস্ট পার্টির প্রথম আনুষ্ঠানিক সূচনা হয় [[১৯২১]] সালের [[জুলাই]] মাসে শাংহাইতে আয়োজিত দলের প্রথম পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে, যাতে সভ্য ছিলেন মোট ৫৩ জন। এইসময়ই সর্বপ্রথম আনুষ্ঠানিক ভাবে দলের নামকরণ করা হয় "'''চীনের কমিউনিস্ট পার্টি'''" ('''中国共产党''') এবং বিভিন্ন কমিউনিস্ট গোষ্ঠীর ভিন্ন ভিন্ন নাম পরিহার করা হয়। পার্টির প্রতিষ্ঠায় যে সকল নেতৃবৃন্দ মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তাঁরা হলেন লি দাজাও, চেন দুজিউ, চেন গংবো, তাং পিংশান, জাং গুওতাও, হে মেংজিয়ং, লউ জাংলং এবং দেং জংজিয়া।
 
== মতাদর্শ ==