উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
start
(কোনও পার্থক্য নেই)

০৮:১১, ১৯ মার্চ ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ


ব্যুরোক্রেট হচ্ছেন উইকিপিডিয়ার কিছু বাড়তি কারিগরী সুবিধাপ্রাপ্ত ব্যবহারকারী। কারিগরী সুবিধাগুলো হচ্ছে:

  • অন্যান্য ব্যবহারকারীকে প্রশাসক বা ব্যুরোক্রেট অধিকার প্রদান;
  • কোনো ব্যবহারকারী অ্যাকাউন্টকে বট চালনার অনুমতি প্রদান, অর্থাৎ রবোট স্ক্রিপ্ট অনুমোদন; এবং
  • কারণ সাপেক্ষে কোনো ব্যবহারকারী নাম পরিবর্তন করা।

ব্যুরোক্রেটগণ উইকিপিডিয়ার নীতিমালাসমূহ মেনে চলতে বাধ্য। তাঁরা শুধুমাত্র সম্প্রদায়ের ঐকমত্যসাপেক্ষেই কোনো ব্যবহারকারীকে প্রশাসক বা ব্যুরোক্রেট অধিকার প্রদান করতে পারেন। এই অধিকারগুলো বণ্টনের জন্য নির্ধারিত স্থান রয়েছে। যেমন: প্রশাসক বা ব্যুরোক্রেট অধিকার পাবার জন্য উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন, বট চালনার অনুমতি প্রাপ্তির জন্য উইকিপিডিয়া:বট স্ক্রিপ্ট, এবং ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আবেদন করতে হয়। সেখানে সম্প্রদায়ের ঐকমত্যের ভিত্তিতে আবেদন গ্রহণ বা বর্জন করা হয়। এটা আশা করা হয় যে, ব্যুরোক্রেট সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে ঐকমত্য অনুধাবন করতে পারবেন, এবং যথাযথ ও গ্রহণযোগ্য উপায়ে তাঁর সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করবেন।

বর্তমান ব্যুরোক্রেট

বাংলা উইকিপিডিয়ায় বর্তমান ব্যুরোক্রেটদের তালিকা নিচে দেওয়া হলো: