ওডিসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩৭ নং লাইন:
=== পরীক্ষা ===
[[File:Odysseus und Penelope (Tischbein).jpg|thumb|পেনেলোপি প্রশ্ন করে ওডিসিউসের পরিচয় নিশ্চিত করছেন।]]
সমগ্র ''ওডিসি'' জুড়ে অপর আরেকটি যে বিষয় দেখা যায় তা হল পরীক্ষা।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}} এই পরীক্ষা দুই প্রকারের। ওডিসিউস অন্যদের বিশ্বস্ততা পরীক্ষা নিয়েছেনকরেছেন এবং অন্যেরা নিয়েছেন ওডিসিউসের পরিচয়েরআত্মপরিচয়ের যথার্থতার পরীক্ষা। এরই একটি উদাহরণ দেখা যায় যখন গৃহে প্রত্যাবর্তনের পর ওডিসিউস কর্তৃক সবার বিশ্বস্ততাবিশ্বস্ততার পরীক্ষাপরীক্ষাগ্রহণ করতেএরই একটি যান।উদাহরণ।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}} আগেআগেই নিজের পরিচয় উদ্ঘাটিতআত্মপরিচয় না করে,দিয়ে ওডিসিউসতিনি ভিখারির ছদ্মবেশে নিজেরনিজগৃহে গৃহেপ্রবেশ যানকরেন সবাইএবং তাঁরসকলের প্রতিবিশ্বস্ততার বিশ্বস্তপরীক্ষার রয়েছে কিনা এবংপাশাপাশি পেনেলোপির পাণিপ্রার্থীদের কারাসহায়তাকারীদেরও কারাচিনে সহায়তানেন। করছেআবার তাআত্মপরিচয় পরীক্ষা করতে। নিজের পরিচয় প্রকাশ করারঘোষণার পর ওডিসিউসঅন্যরাও অন্যান্যরাওডিসিউসের সেইদাবির পরিচয়যথার্থতা যাচাইপরীক্ষায় করতেঅগ্রসর আসেন।হয়।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}} উদাহরণস্বরূপযেমন, ওডিসিউসের পরিচয়ের যথার্থতাওডিসিউসকে পরীক্ষা করতে গিয়ে পেনেলোপি বলেনবলেছিলেন যে, তিনি ওডিসিউসের জন্য অন্য ঘরে শয্যা স্থানান্তরিত করবেন।করতে এইচান। কাজটি ছিলবিশেষ কঠিন।কঠিন ছিল। কারণ, শয্যাটি প্রস্তুত করা হয়েছিল একটি জীবন্ত গাছে তৈরি করা হয়েছিল এবং সেটিকে স্থানান্তরিত করতে হলে গাছটিকেই কেটে ফেলতে হত। একমাত্র প্রকৃত ওডিসিউসই এই রহস্য জানতেন। এইভাবেই তিনি নিজের পরিচয় প্রমাণ করলেন।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}}
একমাত্র প্রকৃত ওডিসিউসই এই রহস্য জানতেন। এইভাবেই তিনি নিজের পরিচয় প্রমাণ করলেন।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}}
 
পরীক্ষার''ওডিসি''-তে সঙ্গে যুক্ত হয়েছেএক একধরনেরধরনের সুনির্দিষ্ট [[নমুনা দৃশ্য]] পরীক্ষাগুলির সঙ্গে যুক্ত। সমগ্র মহাকাব্যমহাকাব্যে জুড়েআগাগোড়াই একে অপরকে পরীক্ষা করার বিষয়টি একটি নির্দিষ্ট ধাঁচে চলে এসেছে। এই ধাঁচটি হলএসেছে:{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}}{{sfn|এডওয়ার্ডস|১৯৯২|pp=২৮৪–৩৩০}}
 
# অন্যদের বিশ্বস্ততার পরীক্ষা নিতে ইস্ততত করেন ওডিসিউস।
# ওডিসিউস অন্যান্যদের বিশ্বস্ততা পরীক্ষা করতে ইতস্তত করেন।
# অন্যদের প্রশ্ন করে তাদের বিশ্বস্ততার পরীক্ষা নেন ওডিসিউস।
# ওডিসিউস অন্যান্যদের বিশ্বস্ততা পরীক্ষা করেন তাঁদের প্রশ্ন করে।
# অন্যান্যরাঅন্যরা ওডিসিউসের প্রশ্নের উত্তর দেন।
# ওডিসিউস নিজেরআত্মপরিচয় পরিচয় প্রকাশঘোষণা করেন।
# অন্যান্যেরাঅন্যরা ওডিসিউসের পরিচয়েরদাবির যথার্থতা পরীক্ষা করেন।
# ওডিসিউসকে শনাক্ত করার সঙ্গে সঙ্গেপর আবেগের একযে বহিঃপ্রকাশ দেখা যায়, যাতা প্রধানতমূলত বিলাপবিলাপের ও আনন্দের।
# শেষপর্যন্ত বিশ্বস্তদের সঙ্গে পুনর্মিলিত হয়ে সবাইওডিসিউস একসঙ্গেএকযোগে কাজ করতে থাকেন।
 
=== সংকেত ===