বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭৫ নং লাইন:
:::নিরপেক্ষ তথ্যসূত্র কাকে বলে পরিষ্কার করে নিই। আপনি বলছেন, তৃণমূল কংগ্রেস দলটির সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে। এই তথ্যটির নিরপেক্ষ তথ্যসূত্র কোনটি হতে পারে? সিপিআই(এম) দলের বক্তব্য উক্ত যোগাযোগ আছে এবং তৃণমূল দলটির পালটা বক্তব্য উক্ত যোগাযোগ নেই। অর্থাৎ, সিপিআই(এম) পন্থী গণশক্তি, আজকাল এবং তৃণমূলপন্থী জাগো বাংলা, বর্তমান, প্রতিদিন এবং স্টেটসম্যান পত্রিকার বক্তব্য এখানে গ্রাহ্য হবে না। এই সকল পত্রিকা তথ্যসূত্র দিলে, সেগুলিকে সংশ্লিষ্ট পত্রিকার দাবি বলে বিশেষভাবে উল্লেখ করে দিতে হবে। সিপিআই(এম) বা তৃণমূলপন্থী নয় এমন কোনো নির্ভরযোগ্য সংবাদপত্র বা সংবাদসূত্র থেকে তথ্যসূত্র দিতে হবে। ব্লগের সংবাদ সূত্র হিসেবে গ্রাহ্য হবে না।
::::আমার উদ্দেশ্যে ব্যক্তিগত আক্রমণ জানাই, আমি উইকিপিডিয়ায়র দেড় বছরের সদস্য। প্রায় সাড়ে পাঁচশো একক নিবন্ধের সৃষ্টিকর্তা এবং আরও অসংখ্য নিবন্ধ বর্ধিত করেছি। এর মধ্যে ক’টি পক্ষপাতদুষ্ট সেটি অন্যান্য সদস্যদের কাছে খোঁজ করলেই জানতে পারবেন। আর বিশেষভাবে উল্লেখ করতে চাই, বাংলা উইকিপিডিয়ায় [[জ্যোতি বসু]] নিবন্ধটি মূলত আমারই সৃষ্টি। --[[User:Jonoikobangali|অর্ণব দত্ত]] ([[User talk:Jonoikobangali|আলাপ]]) ০৬:৩২, ১৮ মার্চ ২০১০ (UTC)
 
:ও হ্যাঁ, "আবার একজন" বলে যে জয়ন্ত নাথের কথা উল্লেখ করেছেন, তিনি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক। আর তিনি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেননি। ইতিপূর্বে নীতিবিরোধী কাজের জন্য যে আপনাকে উইকিপিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল তার তথ্যপ্রমাণ দাখিল করেছেন। --[[User:Jonoikobangali|অর্ণব দত্ত]] ([[User talk:Jonoikobangali|আলাপ]]) ০৬:৪২, ১৮ মার্চ ২০১০ (UTC)