ওডিসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪৩ নং লাইন:
 
== আখ্যানভাগ ==
===ব্যাখ্যাকরণ (স্কন্ধ১ম-৪র্থ ১–৪সর্গ)===
[[File:Villa Romana de La Olmeda Mosaicos romanos 001 Ulises.jpg|thumb|[[চিত্রোপলশিল্প|চিত্রোপলশিল্পে]] [[অডিসিউসওডিসিউস]], [[লা ওলমেডা]] ভিলা, [[পেডরোসা ডে লা ভেগা]], স্পেন, খ্রিস্টীয় চতুর্থ-পঞ্চম শতাব্দী]]
''ওডিসি''-র আখ্যান আরম্ভ হয় দশবর্ষব্যাপী [[ট্রোজান যুদ্ধ|ট্রোজান যুদ্ধের]] (''[[ইলিয়াড]]'' মহাকাব্যের বিষয়বস্তু) সমাপ্তির পর।পর যুদ্ধসমুদ্রদেবতা শেষ[[পসেইডন|পসেইডনের]] হলেওকোপে পড়ে [[হোমারের ইথাকা|ইথাকার]] রাজা [[অডিসিউসওডিসিউস]] (লাতিন নামান্তরে যিনি "ইউলিসিস") সমুদ্রেরগৃহে দেবতাপ্রত্যাবর্তনে [[পসেইডন|পসেইডনের]]বাধা ক্রোধেরপান। কারণেএখানেও গৃহেওডিসি প্রত্যাবর্তনমহাকাব্যের করতেআখ্যান পারেননি।আরম্ভ। অডিসিউসেরওডিসিউসের পুত্র [[টেলেমেকাসটেলামেকাস|টেলেমেকাসেরটেলামেকাসের]] বয়স তখন প্রায় কুড়ি। ইথাকাপিতার দ্বীপেঅনুপস্থিতিতে অনুপস্থিত পিতার প্রাসাদেরাজপ্রাসাদে মা [[পেনেলোপি|পেনেলোপিকেপেনেলোপির]] নিয়েসঙ্গেই বসবাসবাস করছিল সে। সেখানে পেনেলোপিকে বিবাহ করার জন্য [[পেনেলোপির পাণিপ্রার্থী|পেনেলোপি পাণিপ্রার্থী ১০৮ জন উচ্ছৃঙ্খল তরুণযুবক]] রাজারইথাকার প্রাসাদেরাজপ্রাসাদে উপস্থিতঘাঁটি হয়েগেড়ে নিত্য হৈচৈ করতে থাকেকরত এবং অডিসিউসেরইরাজকোষের অন্নেব্যয়েই প্রতিপালিত হতে শুরু করে। করেছিল।
 
পসেইডন যখন [[অলিম্পাস পর্বত|অলিম্পাস পর্বতে]] ছিলেনপসেইডনের নাঅনুপস্থিতির তখনসুযোগে অডিসিউসেরওডিসিউসের রক্ষয়িত্রী দেবী [[আথেনাআথিনা]] [[ওডিসিয়ানওডিসীয় দেবতাদেবদেবী|দেবতাদের]] রাজা [[জিউস|জিউসকেজিউসের]] অনুরোধকাছে করেন অডিসিউসকেওডিসিউসের শেষপর্যন্তহয়ে গৃহে প্রত্যাবর্তনের অনুমতি দিতে।প্রার্থনা করেন। তারপর [[মেন্টেস (টাফিয়ানদের রাজা)|মেন্টেস]] নামে এক গোষ্ঠীপতির ছদ্মবেশেছদ্মবেশ আথেনাধারণ টেলেমেকাসেরকরে সঙ্গেআথিনা দেখা করেকরেন টেলামেকাসের সঙ্গে এবং তাকে তারপ্ররোচিত করেন পিতার সংবাদ সংগ্রহের চেষ্টাকাজে। করতেটেলামেকাস বলেন। টেলেমেকাস আথেনাকেআথিনাকে আতিথ্য প্রদান করেকরেন। এবংসেই রাতে দু’জনে প্রত্যক্ষ করেনদেখেন যে, পেনেলোপির পাণিপ্রার্থীরা হৈচৈপূর্ণভাবেনৈশাহারে বসে নৈশাহারহৈচৈ করছে এবং চারণকবি [[ফেমিউস]] তাদের একটি আখ্যানকাব্য পাঠ করে শোনাচ্ছেন তাদের।শোনাচ্ছেন।
 
সেই রাতে আথেনাআথিনা টেলেমেকাসেরটেলামেকাসের ছদ্মবেশেছদ্মবেশ ধারণ করে রাজপুত্রের জন্য একটি জাহাজ ও নাবিকদলেরনাবিক সন্ধানদল করেখুঁজে আনেন। পরদিন সকালে টেলেমেকাস ইথাকার নাগরিকদের একটি সভা আহ্বান করে পেনেলোপির অসভ্যঅভব্য পাণিপ্রার্থীদের নিয়ে কী করা যায় তা আলোচনাস্থির করার জন্য।জন্য এইপরদিন ঘটনায়সকালে সেইটেলামেকাস পাণিপ্রার্থীরাইথাকার টেলেমেকাসকেনাগরিকদের উপহাসএকটি সভা আহ্বান করে। আথেনাকেপেনেলোপির (তখনপাণিপ্রার্থীদের কাছে এই কারণে উপহাসের পাত্র হয় সে। [[মেন্টর (ওডিসি)|মেন্টরের]] ছদ্মবেশে)ছদ্মবেশধারিণী আথিনাকে সঙ্গে নিয়ে অডিসিউসের পুত্রটেলামেকাস গ্রিসের মূল ভূখণ্ডের উদ্দেশ্যে যাত্রা করে [[ট্রয়|ট্রয়ের]]ট্রোজান যুদ্ধের সর্বাপেক্ষা সম্মানীয় গ্রিক যোদ্ধা [[নেস্টর (পুরাণ)|নেস্টরের]] সঙ্গে দেখা করার জন্য। যুদ্ধের পর নেস্টর বাস করছিলেন [[পাইলোস|পাইলোসে]] বসবাস করছিলেন।
 
সেখানপাইলোস থেকে টেলেমেকাসটেলামেকাস অশ্বারোহণে উপস্থিত হয় [[স্পার্টা|স্পার্টায়]];, তার সঙ্গে যায় [[পাইলোসের পেইসিস্ট্রাটাস|নেস্টরের পুত্রও]]। সেখানে তাদের সঙ্গে [[মেনেলাস]] ওপত্নী [[হেলেন অফ ট্রয়|হেলেনের]] সঙ্গে দেখাপুনর্মিলিত হয়।হওয়ার এইপর দম্পতি[[মেনালেয়াস]] ততদিনেসপত্নী পুনর্মিলিতসেখানেই হয়েছিলেন।বাস হেলেনকরছিলেন। এই মেনেলাসদম্পতি বলেনটেলামেকাসকে জানান যে, মিশরেরমিশর পথঘুরে এক দীর্ঘ পথ পেরিয়ে তবে স্পার্টায় এসে পৌঁছেছেন দু’জনে। মিশরে [[আলেকজান্দ্রিয়ার বাতিঘর|ফেরোস]] দ্বীপে মেনেলাসেরমেনালেয়াসের সঙ্গে প্রাচীন সমুদ্র-দেবসমুদ্রদেব [[প্রোটেউসপ্রোটিয়াস|প্রোটেউসেরপ্রোটিয়াসের]] দেখাসাক্ষাৎ হয়েছিল। প্রোটেউসপ্রোটিয়াস বলেছিলেনমেনালেয়াসকে জানিয়েছিলেন যে, অডিসিউসওডিসিউস [[ক্যালিপসোকালিপসো (পুরাণ)|ক্যালিপসোকালিপসো]] নামে এক উপদেবীর হাতে বন্দী হয়েছেন। টেলেমেকাস মেনেলাসেরমেনালেয়াসের ভ্রাতা [[অ্যাগামেননঅ্যাগামেমনন|অ্যাগামেননেরঅ্যাগামেমননের]] ([[মাইসিনিয়া|মাইসিনিয়ার]] রাজা তথা ট্রয়ে গ্রিকদের নেতা) নিয়তিরদুর্ভাগ্যের কথাও শুনতেজানতে পারে পায়টেলামেকাস: গৃহে প্রত্যাবর্তনের পর পত্নী [[ক্লিটেমনেস্ট্রো]] ও পত্নীর প্রেমিক [[এজিস্থাস|এজিস্থানের]] হাতে খুন হনহয়েছিলেন তিনি। এরপর পেনেলোপির পাণিপ্রার্থীদের কথা সংক্ষেপে আলোচিত হয় গল্পে। তারা তখন বুঝতে পেরেছিল যে টেলেমেকাস চলে গিয়েছে। ক্রুদ্ধ হয়ে তারা পরিকল্পনা করতে থাকে যে সে যখন ফিরে আসবে তখন তার জাহাজ আক্রমণ করে তাকে হত্যা করবে। পেনেলোপি তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন এবং পুত্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
 
এরপর সংক্ষেপে আলোচিত হয় ইথাকায় পেনেলোপির পাণিপ্রার্থীদের কথা। টেলামেকাস ওডিসিউসের সন্ধানে গিয়েছে বুঝতে পেরে ক্রুদ্ধ হয়ে তারা পরিকল্পনা করতে থাকে প্রত্যাবর্তনের সময় অতর্কিতে তার জাহাজ আক্রমণ করে টেলামেকাসকে হত্যা করবে তারা। এই কথা পেনেলোপির কর্ণগোচর হওয়ায় তিনি পুত্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
 
===ফিএশীয়দের নিকট পলায়ন (স্কন্ধ ৫–৮)===