ওডিসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩৬ নং লাইন:
'''ওডিসি''' ({{IPAc-en|ˈ|ɒ|d|ə|s|i}};<ref>{{Cite web |title=ওডিসি |work=[[র‍্যান্ডম হাউস ওয়েবস্টার’স আনঅ্যাব্রাইজড ডিকশনারি]] |url=http://dictionary.reference.com/browse/Odyssey |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160229163644/http://dictionary.reference.com/browse/odyssey |archive-date=29 February 2016 |access-date=29 July 2022 }}</ref> {{lang-grc|Ὀδύσσεια|Odýsseia}}, {{IPA-el|o.dýs.seː.a|att}}) হল [[প্রাচীন গ্রিস|প্রাচীন গ্রিসের]] দুই প্রধান [[মহাকাব্য|মহাকাব্যের]] অন্যতম (অপরটি হল [[ইলিয়াড]])। লোকশ্রুতি অনুযায়ী, এই দুই মহাকাব্যই [[হোমার|হোমারের]] রচনা। প্রাচীনকালে রচিত সে সকল সাহিত্যকীর্তি আজও সুলভ ও বহুল পঠিত, ওডিসি সেগুলির অন্যতম। ইলিয়াডের মতো ওডিসিও ২৪টি সর্গে বিভক্ত। [[ট্রোজান যুদ্ধ|ট্রোজান যুদ্ধের]] পর [[হোমারের ইথাকা|ইথাকার]] রাজা [[গ্রিক বীর কাল্ট|গ্রিক বীর]] [[ওডিসিউস|ওডিসিউসের]] ঘরে ফেরার কাহিনিই এই মহাকাব্যের মূল উপজীব্য। দশবর্ষব্যাপী যুদ্ধের পর ওডিসিউসের প্রত্যাবর্তন যাত্রাও চলেছিল আরও দশটি বছর ধরে। পথে বহু বাধাবিপত্তির মুখোমুখি হন, এমনকি নিজের জাহাজ ও সহযাত্রীদেরও খোয়ান। এদিকে ওডিসিউসের অনুপস্থিতিতে ইথাকায় সবাই ধরে নেয় যে তিনি মৃত। তাই ওডিসিউসের পত্নী [[পেনেলোপি]] ও পুত্র [[টেলামেকাস|টেলামেকাসকে]] অবিরাম যুঝতে হয় পেনেলোপিকে বিবাহ করতে উৎসুক [[পেনেলোপির পাণিপ্রার্থী|একদল উচ্ছৃঙ্খল পরস্পর-বিবদমান পাণিপ্রার্থীর]] বিরুদ্ধে।
 
[[হোমারীয় গ্রিক]] ভাষায় রচিত মূল ওডিসি রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব অষ্টম বা সপ্তম শতাব্দী নাগাদ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগেই ইলিয়াড ও ওডিসি [[প্রাচীন গ্রিক সাহিত্য|গ্রিক সাহিত্যের]] প্রামাণ্য রচনা হিসেবে স্থান পোক্ত করে নেয়। ওডিসি যে হোমারেরই রচনা, [[ধ্রুপদি প্রাচীন যুগ|প্রাচীনকালে]] তা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। কিন্তু আধুনিক গবেষকদের [[হোমারীয় প্রশ্ন|অধিকাংশই অনুমান করেন]] যে, ইলিয়াড ও ওডিসি আলাদা আলাদা ভাবে রচিত হয়েছিল এবং এই দুই মহাকাব্যের আখ্যানভাগ এক দীর্ঘকালীন [[মৌখিক প্রথা|মৌখিক প্রথার]] ফসল। সেযুগের মানুষ বেশিরভাগই ছিল নিরক্ষর। তাই হোমারের মহাকাব্য ''[[আয়োইডোসআইডস]]'' বা [[র‍্যাপসোডি]] নামে এক শ্রেণির চারণকবির দ্বারা উপস্থাপিত হত। খুব সম্ভবত, এগুলি রচিত হয়েছিল শোনার জন্য, পাঠের জন্য নয়।
 
ওডিসির গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলির মধ্যে ''[[নোসটোস]]'' (νόστος; "প্রত্যাবর্তন"), পরিভ্রমণ, ''[[জেনিয়া (গ্রিক)|জেনিয়া]]'' (ξενία; "অতিথি-পরায়ণতা"), পরীক্ষা ও শুভ বা অশুভ সংকেতের ধারণাগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক গবেষকেরা এই মহাকাব্যে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির মানুষের গুরুত্বের কথা বিবেচনা করেন। যেমন, ওডিসিতে নারী ও ক্রীতদাসের যে গুরুত্ব প্রতীয়মান হয়, তা প্রাচীন সাহিত্যের অন্যান্য রচনায় দুর্লভ। ইলিয়াডের সঙ্গে তুলনা করলে এই পার্থক্য বিশেষভাবে লক্ষণীয়; কারণ ইলিয়াডের কেন্দ্রীয় বিষয়বস্তু হল ট্রোজান যুদ্ধে সৈন্য ও রাজন্যবর্গের কীর্তিকলাপ।