ওডিসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৪০ নং লাইন:
 
''ওডিসি''-তে নমুনা দৃশ্যের আরেকটি উদাহরণ হল অশুভ সংকেতগুলি। একটি অশুভ সংকেতের দু’টি অংশ হল সেটির ''শনাক্তকরণ'' এবং তারপর সেটির ''ব্যাখ্যা''।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৫২–৫৭}} ''ওডিসি''-তে পাখি-কেন্দ্রিক সকল অশুভ সংকেতে (শুধুমাত্র প্রথমটি বাদে) বড়ো পাখিদের ছোটো পাখি আক্রমণ করতে দেখা যায়।{{sfn| থর্নটন|১৯৭০|pp=৫২–৫৭}}{{sfn|এডওয়ার্ডস|১৯৯২|pp=২৮৪–৩৩০}} প্রতিটি অশুভ সংকেতের সঙ্গে একটি ইচ্ছা প্রকাশ্যে অথবা ইঙ্গিতে ব্যক্ত হতে দেখা যায়।{{sfn| থর্নটন|১৯৭০|pp=৫২–৫৭}} যেমন, টেলামেকাস প্রতিশোধের ইচ্ছা প্রকাশ করে,{{sfn|হোমার|১৯৭৫|loc=2.143–145}} ওডিসিউস গৃহে প্রত্যাবর্তনের,{{sfn|হোমার|১৯৭৫|loc=15.155–159}} পেনেলোপি ওডিসিউসের ফিরে আসার,{{sfn|হোমার|১৯৭৫|loc=19.136}} এবং পেনেলোপির পাণিপ্রার্থীরা টেলামেকাসের মৃত্যু কামনা করেন।{{sfn|হোমার|১৯৭৫|loc=20.240–243}}
 
==মূল পাঠের ইতিহাস==
=== রচনা ===
এই মহাকাব্যের রচনাকাল নিয়ে ধ্রুপদি ইতিহাসবিদদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর মধ্যভাগে গ্রিসের অধিবাসীরা তাদের নিজেদের ভাষা লিপিবদ্ধ করার জন্য [[ফিনিশীয় লিপি|ফিনিশীয় লিপির]] একটি সংশোধিত রূপ ব্যবহার করতে শুরু করেছিল।{{sfn|উইলসন|২০১৮|p=২১}} সম্ভবত সাক্ষরতার সেই আদি যুগের প্রথম দিকের ফসলগুলির অন্যতম হল হোমারের মহাকাব্যগুলি। তাই যদি হয়, তাহলে এগুলিকে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর শেষভাগের রচনা বলে ধরতে হবে।{{sfn|উইলসন|২০১৮|p=২৩}} ইতালির [[ইশিয়া|ইশিয়াতে]] প্রাপ্ত একটি [[নেস্টর’স কাপ (পিথেকসাই)|মাটির পাত্রে]] খোদিত আছে "নেস্টরের পাত্র, এর থেকে পান করলে ভালো লাগবে।"<ref>{{Cite news |last=হিগিনস |first=শার্লট |author-link=শার্লট হিগিনস |date=13 November 2019 |title=ফ্রম কার্নেজ টু আ ক্যাম্প বিউটি কনটেস্ট: দি এন্ডলেস অ্যালিওর অফ ট্রয় |work=[[দ্য গার্ডিয়ান]] |url=http://www.theguardian.com/culture/2019/nov/13/carnage-camp-beauty-contest-endless-allure-troy-british-museum |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200109174814/https://www.theguardian.com/culture/2019/nov/13/carnage-camp-beauty-contest-endless-allure-troy-british-museum |archive-date=9 January 2020 }}</ref> [[ক্যালভার্ট ওয়াটকিনস]] প্রমুখ কয়েকজন গবেষক এই পাত্রটিকে যুক্ত করেন ''ইলিয়াড''-এ উল্লিখিত রাজা [[নেস্টরের পাত্র (পুরাণ)|নেস্টরের স্বর্ণপাত্রের]] সঙ্গে।{{sfn|ওয়াটকিনস|১৯৭৬|p=২৮}} এই পাত্রটি যদি ''ইলিয়াড''-এর একটি পরোক্ষ উল্লেখ হয়, তাহলে কাব্যটির রচনাকাল অন্ততপক্ষে খ্রিস্টপূর্ব ৭০০-৭৫০ অব্দ।{{sfn|উইলসন|২০১৮|p=২১}}
 
হোমারীয় মহাকাব্য অথবা তার অংশবিশেষ কয়েকশো বছর ধরে নিয়মিত চারণকবিদের (র‍্যাপসোড) দ্বারা উপস্থাপিত হয়ে এসেছিল। এই কারণেই এগুলির তারিখ নির্ণয় করা বিশেষ কঠিন কাজ।{{sfn|উইলসন|২০১৮|p=২১}} ''ওডিসি'' মহাকাব্যটিকে আমরা বর্তমানে যে অবস্থায় পাই, তা সম্ভবত মূল পাঠের থেকে খুব একটা আলাদা নয়।{{sfn|উইলসন|২০১৮|p=২৩}} ছোটোখাটো পার্থক্যগুলি বাদে হোমারীয় মহাকাব্যগুলি ষষ্ঠ শতাব্দীর মধ্যেই প্রাচীন এথেন্সের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে প্রামাণিকতা অর্জন করেছিল।{{sfn|ডেভিসন|১৯৫৫|pp=৭–৮}} খ্রিস্টপূর্ব ৫৬৬ অব্দে [[পিসিস্ট্রেটাস]] [[প্যানাথেনাইক ক্রীড়াসমূহ|প্যানাথেনাইয়া]] নামে একটি গণ ও ধর্মীয় উৎসব প্রবর্তন করেন। এই উৎসবের অন্যতম বৈশিষ্ট্য ছিল হোমারীয় মহাকাব্যের উপস্থাপনা।{{sfn|ডেভিসন|১৯৫৫|pp=৯–১০}} এই বিষয়টি গুরুত্বপূর্ণ; তার কারণ, উৎসবের সময় মহাকাব্যগুলির এক "সঠিক" পাঠের উপস্থাপনা করতে হত। এর থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে, মহাকাব্যগুলির একটি নির্দিষ্ট পাঠান্তর প্রামাণিক বলে স্বীকৃতি অর্জন করেছিল।{{sfn|উইলসন|২০১৮|loc=p. 21, "In 566 BCE, Pisistratus, the tyrant of the city (which was not yet a democracy), instituted a civic and religious festival, the Panathenaia, which included a poetic competition, featuring performances of the Homeric poems. The institution is particularly significant because we are told that the Homeric poems had to be performed "correctly," which implies the canonization of a particular written text of The Iliad and The Odyssey at this date."}}
 
==আরও দেখুন==