ওডিসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১০৬ নং লাইন:
 
অতিথি-পরায়ণতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অতিথির যতদিন ইচ্ছা তার বেশি তাঁকে আটকে না রাখা এবং যতদিন অতিথি আশ্রয়দাতার গৃহে অবস্থান করেন ততদিন তাঁর নিরাপত্তা নিশ্চিত করা।{{sfn|এডওয়ার্ডস|১৯৯২|pp=২৮৪–৩৩০}}
 
=== পরীক্ষা ===
[[File:Odysseus und Penelope (Tischbein).jpg|thumb|পেনেলোপি প্রশ্ন করে ওডিসিউসের পরিচয় নিশ্চিত করছেন।]]
সমগ্র ''ওডিসি'' জুড়ে অপর আরেকটি যে বিষয় দেখা যায় তা হল পরীক্ষা।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}} এই পরীক্ষা দুই প্রকারের। ওডিসিউস অন্যদের বিশ্বস্ততা পরীক্ষা নিয়েছেন এবং অন্যেরা নিয়েছেন ওডিসিউসের পরিচয়ের পরীক্ষা। এরই একটি উদাহরণ দেখা যায় যখন গৃহে প্রত্যাবর্তনের পর ওডিসিউস সবার বিশ্বস্ততা পরীক্ষা করতে যান।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}} আগে নিজের পরিচয় উদ্ঘাটিত না করে, ওডিসিউস ভিখারির ছদ্মবেশে নিজের গৃহে যান সবাই তাঁর প্রতি বিশ্বস্ত রয়েছে কিনা এবং পেনেলোপির পাণিপ্রার্থীদের কারা কারা সহায়তা করছে তা পরীক্ষা করতে। নিজের পরিচয় প্রকাশ করার পর ওডিসিউস অন্যান্যরা সেই পরিচয় যাচাই করতে আসেন।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}} উদাহরণস্বরূপ, ওডিসিউসের পরিচয়ের যথার্থতা পরীক্ষা করতে গিয়ে পেনেলোপি বলেন যে, তিনি ওডিসিউসের জন্য অন্য ঘরে শয্যা স্থানান্তরিত করবেন। এই কাজটি ছিল কঠিন। কারণ, শয্যাটি একটি জীবন্ত গাছে তৈরি করা হয়েছিল এবং সেটিকে স্থানান্তরিত করতে হলে গাছটিকেই কেটে ফেলতে হত। একমাত্র প্রকৃত ওডিসিউসই এই রহস্য জানতেন। এইভাবেই তিনি নিজের পরিচয় প্রমাণ করলেন।{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}}
 
পরীক্ষার সঙ্গে যুক্ত হয়েছে একধরনের সুনির্দিষ্ট [[নমুনা দৃশ্য]]। সমগ্র মহাকাব্য জুড়ে অপরকে পরীক্ষা করার বিষয়টি একটি নির্দিষ্ট ধাঁচে চলে এসেছে। এই ধাঁচটি হল:{{sfn|থর্নটন|১৯৭০|pp=৪৭–৫১}}{{sfn|এডওয়ার্ডস|১৯৯২|pp=২৮৪–৩৩০}}
 
# ওডিসিউস অন্যান্যদের বিশ্বস্ততা পরীক্ষা করতে ইতস্তত করেন।
# ওডিসিউস অন্যান্যদের বিশ্বস্ততা পরীক্ষা করেন তাঁদের প্রশ্ন করে।
# অন্যান্যরা ওডিসিউসের প্রশ্নের উত্তর দেন।
# ওডিসিউস নিজের পরিচয় প্রকাশ করেন।
# অন্যান্যেরা ওডিসিউসের পরিচয়ের যথার্থতা পরীক্ষা করেন।
# ওডিসিউসকে শনাক্ত করার সঙ্গে সঙ্গে আবেগের এক বহিঃপ্রকাশ দেখা যায়, যা প্রধানত বিলাপ ও আনন্দের।
# শেষপর্যন্ত পুনর্মিলিত হয়ে সবাই একসঙ্গে কাজ করতে থাকেন।
 
==আরও দেখুন==