বাংলাদেশের জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
PBS2370 (আলোচনা | অবদান)
→‎সৃষ্টির সময়রেখা: সংশোধন করা হল
Abbas Uddin 1981 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২১ নং লাইন:
 
=== নির্বাহী বিভাগ ===
'''[[জেনারেল অফিসার কমান্ডিং|জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)]]''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] বিভিন্ন জেলার ডিভিশন ভিত্তিক [[সেনানিবাস|সেনানিবাসের]] প্রধান। [[বাংলাদেশ সেনাবাহিনী|বাংলাদেশ সেনাবাহিনীর]] মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে ঢাকা,‌ টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, বগুড়া, রংপুর, সিলেট ইত্যাদি জেলাতে ডিভিশন ভিত্তিক সেনানিবাস রয়েছে। এখানে উল্লেখ্য, যে সেনানিবাসে একটি ডিভিশন আছে সেই সেনানিবাসের প্রধান থাকেন একজন মেজর জেনারেল পদমর্যাদার অফিসার। আর যেই সেনানিবাসে একটি ব্রিগেড বা লগ এরিয়া রয়েছে সেই সেনানিবাসের প্রধান থাকেন একজন ব্রিগেডিয়ার জেনারেল অথবা কর্ণেলকর্নেল পদের অফিসার। অন্যদিকে, যেই সেনানিবাসে মাত্র একটি ইউনিট থাকে সেই সেনানিবাসের প্রধান থাকেন একজন লেফটেন্যান্ট কর্নেল পদের অফিসার। [[বাংলাদেশের পদমর্যাদা ক্রম]] অনুযায়ী [[জেনারেল অফিসার কমান্ডিং|জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)]]মেজর এরজেনারেলের পদমর্যাদা ১৬ নং ক্রমিকে অবস্থিত।
 
'''[[জেলা প্রশাসক]]''' জেলার মুখ্য আমলা ও ভূমিরাজস্ব কর্মকর্তা। তিনি একই সাথে জেলা কালেক্টর, ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট‌ । ফলে তিনি ভূমি ব্যবস্থা পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় সাধন এবং সাধারণ ও স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন। জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি। তিনি তার কাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করেন। তিনি জেলার মুখ্য প্রটোকল অফিসার হিসেবে জেলাতে সফরকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রটোকল দেবার দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণ হলে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ সংশোধন করে জেলা প্রশাসকের সকল প্রকার বিচারিক ক্ষমতা [[চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট|চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে]] অর্পণ করা হয়। [[বাংলাদেশের পদমর্যাদা ক্রম|অর্ডার অব প্রিসিডেন্স]] অনুযায়ী [[জেলা প্রশাসক|জেলা প্রশাসকের]] পদক্রম ২৪।