আলাপ:বঙ্গাব্দ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা উত্তর
১৬৫ নং লাইন:
:@[[ব্যবহারকারী:Mehediabedin|Mehediabedin]] পূর্বের সংস্করণে কী ভুল তথ্য ছিল? [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২২:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
:পূর্বের সংস্করণে "বাংলা বর্ষপঞ্জির সংস্কার" নামে অনেক বড় একটি অনুচ্ছেদ ছিল। নতুন সংস্করণে সেটাকে ৫-৬ লাইনে নামিয়ে আনা হয়েছে। "ব্যবহার", "অধিবর্ষ" নামের অনুচ্ছেদ ছিল সেটা বাতিল করে ফেলা হয়েছে। [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২২:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
::@[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] এই অংশটি:
::''৯৯২ হিজরী মোতাবেক ১৫৫৬ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর নতুন বর্ষপঞ্জি ‘তারিখ-ই-ইলাহী’ বা ‘ইলাহী সন’ চালু করেন। তবে তিনি ঊনত্রিশ বছর পূর্বে তার সিংহাসন আরোহণের বছর থেকে এ পঞ্জিকা প্রচলনের নির্দেশ দেন। এজন্য ৯৬৩ হিজরী সাল থেকে বঙ্গাব্দ গণনা শুরু হয়। ৯৬৩ হিজরী সালের মুহররম মাস ছিল বাংলা বৈশাখ মাস, এজন্য বৈশাখ মাসকেই বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস এবং ১লা বৈশাখকে নববর্ষ ধরা হয়।''
::এখানে একটা ভুল হলো ৯৬৩ হিজরিতে ১ মুহররম শুরু হয় নভেম্বর মাসে। এবং পুরো তথ্যতেই একাধিক ত্রুটি বিদ্যমান। এই তথ্যের বিপরীতে যে সূত্র দেওয়া আছে তা অনিরপেক্ষ ও দূর্বল। তবে নতুন করে নিবন্ধ অনুবাদের কারণ এটাই নয়। আগের সংস্করণে কিছু অপ্রাসঙ্গিক অনুচ্ছেদ রাখা হয়েছে। "সনাতন বাংলা বর্ষপঞ্জি" নামক অনুচ্ছেদে বাংলা বর্ষপঞ্জি সম্পর্কে তথ্য নেই। এখানে সূর্যসিদ্ধান্ত সম্পর্কে লেখা আছে। এই অনুচ্ছেদের প্রয়োজন নেই কেননা নিবন্ধে উল্লেখ করাই আছে যে পুরোনো বাংলা বর্ষপঞ্জি সূর্যসিদ্ধান্তের উপর ভিত্তি করে নির্মিত।
::আপনি আমার অনূদিত সংস্করণ মুছতে গিয়ে কিছু প্রয়োজনীয় অনুচ্ছেদ মুছে দিয়েছেন। যেমন আমার সংস্করণে "২০১৮-এর সংস্কার" একটি অনুচ্ছেদ ছিলো যা বঙ্গাব্দের নতুন সংস্কার বর্ণনা করেছে। আবার অনুবাদের সময় আমিও খেয়াল করিনি যে আমি কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বাদ দিয়েছি। পুরোনো সংস্করণ থেকে "বাংলা বর্ষপঞ্জির সংস্কার" ও "অধিবর্ষ" অনুচ্ছেদ নেওয়া যায়। বাকি অনুচ্ছেদগুলো কিছু তথ্য ভুল ও অস্পষ্ট। (তবে কিছু কিছু বাক্য অন্যান্য অনুচ্ছেদ থেকে আনা যেতে পারে) তাই সবদিক বিবেচনা করে আমার পরামর্শ অনুযায়ী দুটি সংস্করণ একীভূত করার অনুরোধ জানাচ্ছি। [[ব্যবহারকারী:Mehediabedin|মেহেদী আবেদীন]] ২২:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
"বঙ্গাব্দ" পাতায় ফেরত যান।