মার্কোস আলোনসো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সংশোধন
৫৬ নং লাইন:
}}
 
'''মার্কোস আলোনসো মেন্দোসা''' (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৯০) একজন পেশাদার ফুটবলার যিনি স্পেনীয় [[লা লিগা]]র দল [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা]] এবং [[স্পেন জাতীয় ফুটবল দল|স্পেন জাতীয় দলদলের]] এর হয়ে [[রক্ষণভাগেরবাম খেলোয়াড়#ফুল-ব্যাক|লেফটপার্শ্বীয় ব্যাক]] বা [[রক্ষণভাগের খেলোয়াড়#উইং-ব্যাক|লেফট উইং ব্যাক]] হিসেবে খেলেন।
 
আলোনসোর ফুটবলার জীবনের হাতেখড়ি হয় [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদ]] এর যুব প্রকল্পে। ২০০৮ সালে [[রিয়াল মাদ্রিদ কাস্তিয়া]]র হয়ে তার পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ মূল দলে তার অভিষেক হয়। কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে তার পরবর্তীতে আর খেলার সুযোগ হয় নি। ২০১০ সালে তিনি ইংরেজ ক্লাব [[বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব|বোল্টন ওয়ান্ডারার্স]] এ যোগদান করেন। সেখানে তিন মৌসুম খেলার পর তিনি ইতালীয় ক্লাব [[এসিএফ ফিওরেন্তিনা|ফিওরেন্তিনা]] তে যোগদান করেন। ২০১৩–১৪ মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ধারে ইংরেজ দ্বিতীয় বিভাগের দল [[সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব|সান্ডারল্যান্ড]] এর হয়ে খেলেন। ২০১৬ সালে তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন [[চেলসি ফুটবল ক্লাব|চেলসি]]র হয়ে খেলার জন্য। চেলসিতে আলোনসো তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় কাটান। এই ক্লাবের হয়ে তিনি একটি [[প্রিমিয়ার লিগ]] শিরোপার পাশাপাশি একটি [[উয়েফা ইউরোপা লিগ]], একটি [[উয়েফা চ্যাম্পিয়নস লিগ]] এবং একটি [[ফিফা ক্লাব বিশ্বকাপ]] জয়ের কৃতিত্ব অর্জন করেন। ২০২২ সালে তিনি স্পেনের ক্লাব [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা]]য় যোগদান করেন।