ওডিসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৩ নং লাইন:
 
সেখান থেকে টেলেমেকাস অশ্বারোহণে উপস্থিত হয় [[স্পার্টা|স্পার্টায়]]; সঙ্গে যায় [[পাইলোসের পেইসিস্ট্রাটাস|নেস্টরের পুত্রও]]। সেখানে তাদের সঙ্গে [[মেনেলাস]] ও [[হেলেন অফ ট্রয়|হেলেনের]] সঙ্গে দেখা হয়। এই দম্পতি ততদিনে পুনর্মিলিত হয়েছিলেন। হেলেন ও মেনেলাস বলেন যে, মিশরের পথ এক দীর্ঘ পথ পেরিয়ে তবে স্পার্টায় পৌঁছেছেন দু’জনে। মিশরে [[আলেকজান্দ্রিয়ার বাতিঘর|ফেরোস]] দ্বীপে মেনেলাসের সঙ্গে প্রাচীন সমুদ্র-দেব [[প্রোটেউস|প্রোটেউসের]] দেখা হয়েছিল। প্রোটেউস বলেছিলেন যে, অডিসিউস [[ক্যালিপসো (পুরাণ)|ক্যালিপসো]] নামে উপদেবীর হাতে বন্দী হয়েছেন। টেলেমেকাস মেনেলাসের ভ্রাতা [[অ্যাগামেনন|অ্যাগামেননের]] ([[মাইসিনিয়া|মাইসিনিয়ার]] রাজা তথা ট্রয়ে গ্রিকদের নেতা) নিয়তির কথাও শুনতে পায়: গৃহে প্রত্যাবর্তনের পর পত্নী [[ক্লিটেমনেস্ট্রো]] ও পত্নীর প্রেমিক [[এজিস্থাস|এজিস্থানের]] হাতে খুন হন তিনি। এরপর পেনেলোপির পাণিপ্রার্থীদের কথা সংক্ষেপে আলোচিত হয় গল্পে। তারা তখন বুঝতে পেরেছিল যে টেলেমেকাস চলে গিয়েছে। ক্রুদ্ধ হয়ে তারা পরিকল্পনা করতে থাকে যে সে যখন ফিরে আসবে তখন তার জাহাজ আক্রমণ করে তাকে হত্যা করবে। পেনেলোপি তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন এবং পুত্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
 
===ফিএশীয়দের নিকট পলায়ন (স্কন্ধ ৫–৮)===
[[File:Odysseus_And_Nausicaä_-_Project_Gutenberg_eText_13725.jpg|left|thumb|[[চার্লস গ্লেয়ার]] অঙ্কিত ''অডিসিউস অ্যান্ড নউসিকা'']]
[[ওগিগিয়া]] দ্বীপে ক্যাপিপসোর হাতে সাত বছর বন্দী ছিলেন অডিসিউস। এই সময় ক্যালিপসো অডিসিউসের প্রেমে আচ্ছন্ন হয়ে পড়ে। ক্যালিপসো অডিসিউসকে বিবাহের পরিবর্তে অমরত্ব দান করতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং গৃহে প্রত্যাবর্তনের জন্য বিলাপ করতে থাকেন। আথেনার প্রার্থনা শুনে জিউস বার্তাবহ দেবতা [[হার্মিস|হার্মিসকে]] প্রেরণ করেন। তিনি ক্যালিপসোকে আদেশ করেন অডিসিউসকে মুক্তিদানের জন্য। অডিসিউস একটি ভেলা প্রস্তুত করেন। ক্যালিপসো দেন বস্ত্র, খাদ্য ও পানীয়। অডিসিউসের পলায়নের সংবাদ পেয়ে পসেইডন ভেলাটি ভেঙে দেন। কিন্তু সাগর-উপদেবী [[ইনো (গ্রিক পুরাণ)|ইনোর]] দেওয়া একটি আবরণের সাহায্যে অডিসিউস সাঁতরে ফিএশীয়দের দ্বীপ [[শেরিয়া|শেরির]] উপকূলে এসে উপস্থিত হন। নগ্ন ও পরিশ্রান্ত অবস্থায় তিনি পাতার গুচ্ছের আড়ালে লুকিয়ে পড়েন এবং নিদ্রাভিভূত হন।
 
পরদিন সকালে এক বালিকার হাসি শুনে অডিসিউসের ঘুম ভাঙে। এই বালিকা ছিল [[নউসিকা]]। আথেনা তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন দাসীদের নিয়ে সমুদ্রতটে যাওয়ার জন্য। অডিসিউস সাহায্যের জন্য প্রার্থনা করেন। সে অডিসিউসকে উৎসাহিত করে তার পিতামাতা [[অ্যালসিনাস]] ও [[আরেটি (পুরাণ)|আরেটির]] আতিথ্য প্রার্থনার জন্য। অ্যালসিনাস অডিসিউসের পরিচয় না জেনেই প্রতিশ্রুতি দেন যে, গৃহে প্রত্যাবর্তনের জন্য তিনি একটি জাহাজ প্রদান করবেন অতিথিকে। অডিসিউস সেখানে বেশ কয়েকদিন থেকে যান। [[ডেমোডোকাস (ওডিসির চরিত্র)|ডেমোডোকাস]] নামে এক অন্ধ গায়ককে বলেন [[ট্রোজান ঘোড়া|ট্রোজান ঘোড়ার]] গল্পটি শোনাতে। ট্রোজান যুদ্ধে শত্রুদের ঠকানোর এই বিশেষ কৌশলে অডিসিউসই প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। এই পর্বের পুনর্যাপনের সময় নিজের আবেগ সংযত রাখতে না পেরে অডিসিউস শেষপর্যন্ত নিজের পরিচয় প্রকাশ করেন। তারপর তিনি ট্রয় থেকে প্রত্যাবর্তনের কাহিনি শোনান।
 
==গঠন==