ওডিসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪৮ নং লাইন:
''ওডিসি''-র আখ্যান আরম্ভ হয় দশবর্ষব্যাপী [[ট্রোজান যুদ্ধ|ট্রোজান যুদ্ধের]] (''[[ইলিয়াড]]'' মহাকাব্যের বিষয়বস্তু) সমাপ্তির পর। যুদ্ধ শেষ হলেও [[হোমারের ইথাকা|ইথাকার]] রাজা [[অডিসিউস]] (লাতিন নামান্তরে যিনি ইউলিসিস) সমুদ্রের দেবতা [[পসেইডন|পসেইডনের]] ক্রোধের কারণে গৃহে প্রত্যাবর্তন করতে পারেননি। অডিসিউসের পুত্র [[টেলেমেকাস|টেলেমেকাসের]] বয়স তখন প্রায় কুড়ি। ইথাকা দ্বীপে অনুপস্থিত পিতার প্রাসাদে মা [[পেনেলোপি|পেনেলোপিকে]] নিয়ে বসবাস করছিল সে। সেখানে পেনেলোপিকে বিবাহ করার জন্য [[পেনেলোপির পাণিপ্রার্থী|১০৮ জন উচ্ছৃঙ্খল তরুণ]] রাজার প্রাসাদে উপস্থিত হয়ে হৈচৈ করতে থাকে এবং অডিসিউসেরই অন্নে প্রতিপালিত হতে শুরু করে।
 
পসেইডন যখন [[মাউন্ট অলিম্পাস পর্বত|মাউন্টঅলিম্পাস অলিম্পাসেপর্বতে]] ছিলেন না তখন অডিসিউসের রক্ষয়িত্রী দেবী [[আথেনা]] [[ওডিসিয়ান দেবতা|দেবতাদের]] রাজা [[জিউস|জিউসকে]] অনুরোধ করেন অডিসিউসকে শেষপর্যন্ত গৃহে প্রত্যাবর্তনের অনুমতি দিতে। [[মেন্টেস (টাফিয়ানদের রাজা)|মেন্টেস]] নামে এক গোষ্ঠীপতির ছদ্মবেশে আথেনা টেলেমেকাসের সঙ্গে দেখা করে তাকে তার পিতার সংবাদ সংগ্রহের চেষ্টা করতে বলেন। টেলেমেকাস আথেনাকে আতিথ্য প্রদান করে এবং দু’জনে প্রত্যক্ষ করেন যে পেনেলোপির পাণিপ্রার্থীরা হৈচৈপূর্ণভাবে নৈশাহার করছে এবং চারণকবি [[ফেমিউস]] একটি আখ্যানকাব্য পাঠ করে শোনাচ্ছেন তাদের।
 
সেই রাতে আথেনা টেলেমেকাসের ছদ্মবেশে রাজপুত্রের জন্য একটি জাহাজ ও নাবিকদলের সন্ধান করে আনেন। পরদিন সকালে টেলেমেকাস ইথাকার নাগরিকদের একটি সভা আহ্বান করে পেনেলোপির অসভ্য পাণিপ্রার্থীদের নিয়ে কী করা যায় তা আলোচনা করার জন্য। এই ঘটনায় সেই পাণিপ্রার্থীরা টেলেমেকাসকে উপহাস করে। আথেনাকে (তখন [[মেন্টর (ওডিসি)|মেন্টরের]] ছদ্মবেশে) সঙ্গে নিয়ে অডিসিউসের পুত্র গ্রিসের মূল ভূখণ্ডের উদ্দেশ্যে যাত্রা করে [[ট্রয়|ট্রয়ের]] সর্বাপেক্ষা সম্মানীয় গ্রিক যোদ্ধা [[নেস্টর (পুরাণ)|নেস্টরের]] সঙ্গে দেখা করার জন্য। যুদ্ধের পর নেস্টর [[পাইলোস|পাইলোসে]] বসবাস করছিলেন।