আলাউদ্দিন খাঁ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ArthurBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: kn:ಅಲ್ಲಾವುದ್ದೀನ್ ಖಾನ್
Hekerui (আলোচনা | অবদান)
১৮৬২ -> ১৮৮১
১ নং লাইন:
[[Image:Ustad Alauddin Khan Full 1.jpg|thumb|200px|উস্তাদ আলাউদ্দিন খাঁ ([[১৯৫৫]])]]
'''উস্তাদ আলাউদ্দিন খাঁ''' ([[১৮৬২১৮৮১]] - [[১৯৭২]]) একজন বাঙালি সঙ্গীতজ্ঞ। '''বাবা আলাউদ্দিন খান''' নামেও তিনি পরাচিত ছিলেন। সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত। মূলত [[সরোদ|সরোদই]] তাঁর শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে তাঁর যোগ্যতা ছিল অপরিসীম। আলাউদ্দিন খাঁর জন্ম বাংলা প্রদেশের [[ব্রাহ্মণবাড়িয়া জেলা]]র শিবপুর গ্রামে (বর্তমানে যা [[বাংলাদেশ|বাংলাদেশের]] অংশ)। তাঁর সন্তান [[ওস্তাদ আলী আকবর খান]] ও [[অন্নপূর্ণা দেবী]] নিজস্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত। আচার্যের বিখ্যাত শিষ্যরা হলেন পন্ডিত [[রবি শংকর]], পন্ডিত [[নিখিল ব্যানার্জী]], [[বসন্ত রায়]], [[পান্নালাল ঘোষ]] সহ আরো অনেকে। আচার্য আলাউদ্দিন খান সাহেব নিজেও অনেক বিখ্যাত গুরু হতে দীক্ষা নিয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কিংবদন্তীতুল্য [[ওস্তাদ ওয়াজির খান]]।
 
 
==কয়েকজন বিখ্যাত শিষ্য==