চীনের গৃহযুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sumangal (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Sumangal (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২০ নং লাইন:
'''চীনা গৃহযুদ্ধ''' হল [[কুওমিনতাং]] (অথবা চীনের জাতীয়তাবাদী পার্টি) এবং [[চীনের কমিউনিস্ট পার্টি|চীনের কমিউনিস্ট পার্টির]] মধ্যে অনুষ্ঠিত চিনের এক অভ্যন্তরীণ যুদ্ধ।<ref name="gk">Gay, Kathlyn. [2008] (2008). 21st Century Books. Mao Zedong's China. ISBN 0822572850. pg 7</ref> [[১৯২৭]] সালের [[এপ্রিল]] মাসে [[উত্তরের অভিযান (১৯২৬-১৯২৭)|উত্তরের অভিযানের]] মধ্যেই এই যুদ্ধের সূচনা হয়।<ref name="Hutchings">Hutchings, Graham. [2001] (2001). Modern China: A Guide to a Century of Change. Harvard University Press. ISBN 0674006585.</ref> এই যুদ্ধ প্রকৃতপক্ষে ছিল পাশ্চাত্য বিশ্বের সমর্থনপুষ্ট চিনের জাতীয়তাবাদী দল [[কুওমিনতাং]] এবং [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত]] সমর্থনপুষ্ট [[চীনের কমিউনিস্ট পার্টি|চীনের কমিউনিস্ট পার্টির]] মধ্যে এক মতাদর্শগত সংগ্রাম। [[গণচীন|গণপ্রজাতান্ত্রিক চিনে]] সাধারণত এই যুদ্ধ "'''মুক্তিযুদ্ধ'''" হিসেবে অভিহিত হয়ে থাকে।
 
নিরবচ্ছিন্নভাবে এই যুদ্ধ অব্যাহত থাকে [[দ্বিতীয় চিন-জাপান যুদ্ধ]] পর্যন্ত। এই সময় [[কুওমিনতাং]] এবং [[চীনের কমিউনিস্ট পার্টি|কমিউনিস্ট পার্টি]] ঐক্যবদ্ধ হয়ে গঠন করে [[দ্বিতীয় যুক্ত ফ্রন্ট]]। [[১৯৪৫]] সালে জাপানের পরাজয়ের মধ্যে দিয়ে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] পরিসমাপ্তি ঘটে। এরপরই [[১৯৪৬]] সালে চিনে পুনরায় পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ আরম্ভ হয়। এর চার বছর পরে চিন প্রত্যক্ষ করে এক বিশাল রাজনৈতিক উত্তেজনার অবসান, যখন নবগঠিত [[গণচীন|গণপ্রজাতান্ত্রিক চিন]] সম্পূর্ণভাবে চিনের মূল ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং [[প্রজাতান্ত্রিক চীন|প্রজাতান্ত্রিক চীনের]] নিয়ন্ত্রণ কেবলমাত্র [[তাইওয়ান]], [[পেংঘু]], [[কিনমেন]], [[মাৎসু দ্বীপপুঞ্জ|মাৎসু]] এবং অন্যান্য সংলগ্ন দ্বীপসমূহে সীমাবদ্ধ হয়ে পড়ে। অদ্যাবধি যেহেতু এই গৃহযুদ্ধে অংশগ্রহণকারী দু'পক্ষের মধ্যে কোন যুদ্ধবিরতি অথবা কোন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি সেহেতু এই যুদ্ধেযুদ্ধের আনুষ্ঠানিক ইতি নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে।<ref>{{cite book|title=The Contemporary Law of Armed Conflict|author=Leslie C. Green|page=79}}</ref>
 
== প্রেক্ষাপট ==