উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
nutshell+
৭ নং লাইন:
উইকিপিডিয়া নিবন্ধ অবশ্যই নির্ভরযোগ্য '''তৃতীয় পক্ষের''' প্রকাশিত উৎস হতে হবে।নির্ভরযোগ্য উৎস হল বিশ্বাসযোগ্য প্রকাশিত বিষয়বস্তু যা নির্ভরযোগ্য প্রকাশনা পদ্ধতির অঙ্গ; তাদের লেখকগণকে সেই বিষয় সম্পর্কে সাধারণত আস্থাভাজন ও আধিকারিক হিসেবে গণ্য করা হয়।রচনার কোনো অংশের বর্ননার প্রসঙ্গে কিভাবে নির্ভরযোগ্য একটি উৎ‍স নির্নিত হয়। তা অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি হিসাবে গ্রহন করা হয়। একটি নিবন্ধের ক্ষেত্রে অনেক ব্যবহারকারী প্রকৃত ঘটনা নিরিক্ষণ করে,আইনি বিষয়কে বিশ্লেষণ করে,লেখাকে অবক্ষেপন করে আরও বেশি নির্ভরযোগ্য প্রকাশনা নিযুক্ত করতে থাকবে। উৎসের তথ্য সরাসরিভাবে সমর্থন করা উচিত যেমনভাবে কোনো নিবন্ধে উপস্থাপন করা হয়েছে এবং এর কোনো দাবীকে উপযুক্ত ভাবে প্রতিস্থাপিত করা উচিত। যদি কোনো উইকিপিডিয়ার নিবন্ধ কোনও নির্ভরযোগ্য উৎস না থাকে তবে, উইকিপিডিয়াতে সেই নিবন্ধ থাকা উচিত নয়।নির্দিষ্ট উৎসের নির্ভরযোগ্যতার সম্বন্ধে অনুসন্ধানের জন্য [[উইকিপিডিয়া আলোচনা:নির্ভরযোগ্য উৎস]] দেখুন।
 
== ভূমিকা ==
==নিরীক্ষণ==
নিবন্ধের তথ্য পরীক্ষা এবং নির্ভুলতারনির্ভুলতা নিশ্চিতকরণের জন্য একটি খ্যাত ও নির্ভরযোগ্য, তৃতীয়-পক্ষপক্ষের, প্রকাশিত উৎসেউৎস ভরসাপ্রদান করা উচিত। অর্থাৎ, এর মানে এই যেমাধ্যমে আমরা নিবন্ধে নির্ভরযোগ্য গ্রন্থকারেরগ্রন্থকারকের বা লেখকের মতামত কেবল প্রতিফলিত করব, কোনো উইকিপিডিয়ানের ব্যাক্তিগত মতামত নয়। নিম্নে নির্দিষ্ট উদাহরণ সহযগেসহযোগে নির্ভরযোগ্য উৎস এবং উৎ‍স নির্ভরযোগ্যতা যথা সম্ভবযথাসম্ভব বিভিন্ন বিষয়ের আলোচনা হবে।হয়েছে। উপযুক্ত উৎস প্রসঙ্গেসম্পর্কে সর্বদাসচেতন নির্ভর করেথাকা, আমাদের সাধারণ জ্ঞান এবং সম্পাদকীয় বিচার পদ্ধতির একটি '''অপরিহার্য অংশ''' হিসাবে গণ্য করা হয়।
 
‘প্রকাশিত’ শব্দটি দ্বারা প্রচলিত অর্থে কাগজে মুদ্রিত প্রকাশনা, এবং ইন্টারনেটে প্রকাশিত কোনো লেখাকে বোঝানো হয়। এছাড়া অডিও, ভিডিও, এবং অন্যান্য মাল্টিমিডিয়া প্রকাশনা, যা গ্রহণযোগ্য তৃতীয়-পক্ষীয় উৎস থেকে প্রকাশিত বা প্রচারিত হয়, এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তসমূহ পূরণ করে তাও গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত হবে। লিখিত উৎসের মতো মিডিয়া (চিত্র, ভিডিও ইত্যাদি) উৎসও নির্ভরযোগ্য তৃতীয়-পক্ষীয় উৎস দ্বারা নির্মিত বা প্রচারিত, এবং যথাযথভাবে উৎস নির্দেশ করতে হবে। সেই সাথে মিডিয়ার একটি আর্কাইভড কপিও থাকা চাই। এটি প্রয়োজনীয় কিন্তু এটি নিশ্চিত করা চাই যে, এই আর্কাইভড কপিটি ইন্টারনেটের মাধ্যমে যাচাই করা সম্ভব।
 
==মনীষা==