নূর মুহাম্মদ আজমী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
৩৯ নং লাইন:
}}
{{দেওবন্দি}}
'''নূর মুহাম্মদ আজমী''' (১৯০০ – ১৯৭২) একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ। তিনি [[রশিদ আহমদ গাঙ্গুহি|রশিদ আহমদ গাঙ্গুহির]] খলিফা [[জমিরুদ্দিন আহমদ|জমিরুদ্দিন আহমদের]] শিষ্য ছিলেন। কর্মজীবনে তিনি [[ফেনী আলিয়া কামিল মাদ্রাসা|ফেনী আলিয়া মাদ্রাসার]] অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বাংলা ভাষায় ইসলামি সাহিত্য সম্ভার তৈরিতে তার অবদান রয়েছে। তার রচিত [[হাদীছের তত্ত্ব ও ইতিহাস|''হাদীছের তত্ত্ব ও ইতিহাস'']] বাংলাভাষার সর্বপ্রথম হাদিসশাস্ত্র বিষয়ক গ্রন্থ। এছাড়াও তিনি [[মিশকাতুল মাসাবীহ|''মিশকাতুল মাসাবীহ'র'']] বঙ্গানুবাদ করেছিলেন। [[বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন]] প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বাংলাদেশে হাদিস চর্চা উৎপত্তি ও ক্রমবিকাশ|শেষাংশ=আহসান সাইয়েদ|প্রথমাংশ=ড.|বছর=২০০৬|প্রকাশক=অ্যাডর্ন পাবলিকেশন|অবস্থান=১৯ সেগুনবাগিচা, ঢাকা-১০০০|পাতাসমূহ=১৯৫|আইএসবিএন=9789842005602}}</ref>
 
== জীবনী ==
আজমি ১৯০০ সালে [[ফেনী জেলা|ফেনী জেলার]] সিলোনিয়া নামক এলাকার নেয়াজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ আলী আযম ও মাতা শেখ রহীমুন নেসা। শৈশবে তিনি নানা মুন্সি মুহাম্মদ হাতেম এবং পিতার নিকট ''[[কুরআন]]'' শিক্ষালাভ করেন। পাশাপাশি বাংলা ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষাও লাভ করেন। এরপর গ্রামের নৈশ বিদ্যালয় থেকে আর্যমাত্রা ও আব্দুল লতীফ মোল্লার নিকট বাল্যশিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি দাগনভূঁইয়া মাদ্রাসায় ভর্তি হন। এখানে তিন বছর অতিবাহিত করে তিনি চট্টগ্রাম [[মীরসরাই|মীরসরাইয়ের]] আবুর হাট মাদ্রাসায় গমন করেন। এখানে তিনি জামাতে শশম (১০ম) পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ১৯২৫ সালে তিনি উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে [[মোহসিনীয়া মাদ্রাসা, চট্টগ্রাম|চট্টগ্রামের দারুল উলুম মাদ্রাসায়]] গমনভর্তি করেন।হন। দারুল উলুমএই মাদ্রাসায় তিনি আলিম ও ফাজিল পাস করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ভাষা=en-US|শিরোনাম=বাংলা সাহিত্যে মাওলানা নূর মোহাম্মদ আ’জমীর অবদান|ইউআরএল=https://sylhetreport.com/?p=49572|সংগ্রহের-তারিখ=2022-08-19|ওয়েবসাইট=Sylhet Report {{!}} সিলেট রিপোর্ট}}</ref> তিনি নিজ উদ্যোগে কলকাতা ইম্পিরিয়াল লাইব্রেরি ও ঢাকা আলিয়া লাইব্রেরি থেকে কুরআন, হাদিস, উর্দু, ফার্সি, বাংলা এবং সাহিত্য বিষয়ক বই পুস্তক অধ্যয়ন করেন।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=দ্যা হান্ড্রেড (বাংলা মায়ের একশ কৃতিসন্তান)|শেষাংশ=নিজামপুরী|প্রথমাংশ=আশরাফ আলী|বছর=২০১৩|প্রকাশক=সালমান প্রকাশনী|অবস্থান=হাটহাজারী, চট্টগ্রাম|পাতাসমূহ=১৫০—১৫৩|আইএসবিএন=112009250-7|সূত্র=harv|সংস্করণ=১ম}}</ref>
 
শিক্ষাজীবন সমাপ্ত করে ১৯২৭ সালে তিনি বালুয়া চৌমুহনী মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। এরপর তিনি ১৯২৮ থেকে ১৯৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ফেনী আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বাংলার শত আলেমের জীবনকথা|শেষাংশ=এস এম আমিনুল ইসলাম|প্রথমাংশ=মাওলানা|শেষাংশ২=ইসলাম|প্রথমাংশ২=সমর|বছর=জানুয়ারি ২০১৪|প্রকাশক=বইঘর|অবস্থান=[[বাংলাবাজার]],ঢাকা-১১০০|পাতাসমূহ=১৪৩—১৫০|আইএসবিএন=9847016800481|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ}}</ref>