বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৬৮ নং লাইন:
:ফয়জুল ভাই, কিছু মনে করবেন না, কিন্তু এতো বড় পরিবর্তনের আগে আলোচনাসহ কারণ ব্যাখ্যা করে ঐকমত্য নেওয়ার প্রয়োজনীয়তা কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ০৩:৪৪, ৬ মার্চ ২০১০ (UTC)
: নিবন্ধটির নাম হবে "কুরআনের সংখ্যাগত বিশ্লেষণ"। আশা করি এতে সমালোচনাযোগ্য কোন বিষয়ই থাকবে না, থাকবে কেবল কিছু তথ্য। নিরপেক্ষতা থাকবে প্রশ্নাতীত ; যদিও প্রশ্নযোগ্যভাবেও বিষয়টি লেখা সম্ভব। Humanist-Bd শেষোক্ত দৃষ্টিকোণই গ্রহণ করেছেন। সমালোচনার নামে যা সংযোজন করা হয়েছিল তা প্রথমত অপ্রসাঙ্গিক, দ্বিতীয়ত ধারণাগত মতামত। কুরআনের মত স্পর্শকাতর বিষয়ে ধারণাগত মত এড়িয়ে চলা জরুরী। রেফারেন্স দিলেই একটি তথ্যের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠা লাভ করে না। অনাবশ্যক মনে হলেও বলি, প্রদত্ত্ব অধিকাংশ রেফারেন্স সেকেন্ডারী। অন্তত ১০-১২ বৎসর পর্বে প্রাইমারী রেফারেন্সগুলো বিভিন্ন থিওলজিক্যাল জার্ণালে আমার চোখে পড়েছে। উল্লেখ্য, উপযুক্ত ক্ষেত্রে সম্পাদনা যুদ্ধে লিপ্ত হতে আমার আপত্তি আদৌ নেই ; কারণ পূর্বেকার অভিজ্ঞতাগুলো সুখপ্রদ। বলাবাহুল্য, যেখানে আলোচনার অবকাশ আছে অবশ্যই তা করা হয়ে থাকে ; করা হবে। একটু অ্যারোগ্যান্স প্রকাশ পেয়েছে। এটা হুমায়ুন আজাদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্রবের আছড়।- [[User:Faizul Latif Chowdhury|Faizul Latif Chowdhury]] ([[User talk:Faizul Latif Chowdhury|আলাপ]]) ০৩:৫৫, ৬ মার্চ ২০১০ (UTC)
 
:::ফয়জুল ভাই, আপনার কাছে জবরদস্তি মনে হওয়ায় দুঃখিত। ঐটা ছিলো পলিসি; মেজর পরিবর্তনের আগে আলোচনা করা আবশ্যক। দেখতেই পাচ্ছেন, আলোচনার পর অনেক তথ্যই মুছে ফেলা হয়েছে। চাইলে আপনি নাম পরিবর্তনের জন্যও আরেকটি আলোচনা শুরু করতে পারেন। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ০৬:১২, ৬ মার্চ ২০১০ (UTC)