রাজেন্দ্র লাহিড়ী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৯ নং লাইন:
| footnotes =
}}
'''রাজেন্দ্র লাহিড়ী''' (২৩ জুন, ১৯০১- ১৭ ডিসেম্বর, ১৯২৭), '''রাজেন্দ্র নাথ লাহিড়ী''' নামেও পরিচিত, ছিলেন বাঙালি হিন্দু ব্রাহ্মণ বিপ্লবী, যিনি ব্রিটিশদের ভারত থেকে উৎখাত করার জন্য [[ হিন্দুস্তান সোশালিস্টসোশ্যালিস্ট রিপাবলিকান এসোসিয়েশনঅ্যাসোসিয়েশন|হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনহিন্দুস্তান রিপাবলিকান এসোসিয়েশনের]] নানা বৈপ্লবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। ১৯২৫ সানের ৯ আগস্ট লখনৌ থেকে ১৪ মাইল দূরে কাকোরি ও আলমনগর স্টেশনের মাঝে একটি প্যাসেঞ্জার ট্রেনকে চেন টেনে থামিয়ে টাকাসুদ্ধ সিন্দুক সরানো হয়। এ ব্যাপারে যে ১৬ জন অংশ নেন তিনি তাদের অন্যতম।<ref name="সংসদ">সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৬৪৫, {{আইএসবিএন|978-81-7955-135-6}}</ref> তাদের এই বীরত্বপূর্ণ কাজ [[কাকোরি বিপ্লব]] নামে পরিচিত।
 
ফাঁসির পূর্বে গোন্ডা জেল থেকে রাজেন্দ্র লাহিড়ী এক চিঠিতে লিখেছিলেন, 'প্রভাতের আলোর মতোই মৃত্যু অনিবার্য। তবে কেন মানুষ মৃত্যুকে ভয় করবে, বা তার জন্য শোক করবে?'<ref>[[শৈলেশ দে]], ''মৃত্যুর চেয়ে বড়'', বিশ্ববাণী প্রকাশনী; কলকাতা; অগ্রহায়ণ, ১৩৯২; পৃষ্ঠা - ১৫৫।</ref>