অরুণ কুমার বসাক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
|name= অরুণ কুমার বসাক
|image= Arun kumar basak (cropped).JPG
|imagesize=250px
|caption= ড. অরুণ কুমার বসাক
|dead=
১০ নং লাইন:
|birth_place= [[পাবনা জেলা]], [[বাংলাদেশ]]
|nationality = [[বাংলাদেশী]]
|citizenship = [[বাংলাদেশ]] [[চিত্র:Flag of Bangladesh.svg|20px]]
|death_date=
|death_place=
২৭ নং লাইন:
 
==শিক্ষা জীবন==
অরুণ কুমার বসাক ১৯৫৭ সালে পাবনার রাধানগর মজুমদার একাডেমী হতে তৎকালীন পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর অধীনে প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাশ করেন। স্কুল জীবন শেষ করে তিনি [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] অধীনে [[এডওয়ার্ড কলেজ, পাবনা|পাবনা এডওয়ার্ড কলেজে]] ভর্তি হন এবং সেখান থেকে ১৯৫৯ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং তৎকালীন [[রাজশাহী বিভাগ]] (বর্তমান [[রংপুর]] ও [[রাজশাহী]]) ও [[খুলনা বিভাগ]] (বর্তমান [[খুলনা]] ও [[বরিশাল]]) এর সম্মিলিত মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেন। ইন্টারমিডিয়েট পাশ করে তিনি রাজশাহীতে এসে [[রাজশাহী কলেজ|রাজশাহী সরকারি কলেজে]] [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] অধীনে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন (উল্লেখ্য তখন [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ে]] পদার্থ বিজ্ঞান বিভাগে বি. এস. সি কোর্স চালু ছিল না) এবং ১৯৬১ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক পাশ করেন।<ref name="tomal">{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ=জাকির হোসেন |প্রথমাংশ=তমাল |শেষাংশ২=হুসাইন |প্রথমাংশ২=মিঠু |ইউআরএল=http://www.kalerkantho.com/print-edition/campus/2016/08/24/396908 |শিরোনাম=ল্যাবেই কাটে দিন |ভাষা=Bengoli |কর্ম=Daily Kalerkantho |তারিখ=2016-08-24 |সংগ্রহের-তারিখ=2016-08-24 }}</ref> অনার্স শেষ করে অরুণ কুমার বসাক [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন এবং ১৯৬৩ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর পাশ করে সেই বছরই ২ ডিসেম্বর [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ে]] নিজ বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে সর্বোচ্চ নম্বর (৭৫%) পাওয়ার সম্মাননা হিসাবে ১৯৬৫ সালে তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজে উচ্চ শিক্ষা অর্জনের জন্য শিক্ষাবৃত্তি লাভ করেন এবং সেই কলেজে ভর্তি হন। কিন্তু প্রগতিশীল চিন্তাধারার পক্ষে অবস্থান গ্রহণের জন্য বিমান বন্দরে তৎকালীন পাকিস্তান সরকার তার পাসপোর্ট জব্দ করেকরে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://protivabarta.com/?p=1011|শিরোনাম=প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রফেসর ইমেরিটাস|কর্ম=প্রতিভা বার্তা|সংগ্রহের-তারিখ=১৬ মে ২০১৫|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20160305004507/http://protivabarta.com/?p=1011|আর্কাইভের-তারিখ=৫ মার্চ ২০১৬|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> ফলে তিনি উচ্চ শিক্ষা গ্রহণে লন্ডন যেতে ব্যর্থ হন। এরপর পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭২ সালে তার পাসপোর্ট নতুন করে ইস্যু করা হয়। ঐ বছরই তিনি কমনওয়েলথ পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ লাভ করেন এবং উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ড গমন করেন সেখানে বার্মিংহাম ইউনিভার্সিটিবিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে পি এইচ ডি সম্পন্ন করেন।<ref>বই: ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানী ও বিজ্ঞান চর্চা। লেখক: প্রফেসর ড. নিশীথ কুমার পাল। পৃষ্ঠা: ৪২৮</ref>
 
==কর্মজীবন==
===শিক্ষকতা ও গবেষণা===
১৯৬৩ সাল থেকে [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] পদার্থবিজ্ঞান প্রভাষক বিভাগে যোগদানের পর থেকে প্রফেসর এমিরিটাস অরুণ কুমার বসাক [[রাজশাহী বিশ্ববিদ্যালয়]]<nowiki/>সহ দেশ এবং বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। অরুন কুমার বসাক ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ে]] পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি [[শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়|শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে]] পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসাবে ১৯৯০-১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঐ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক ছিলেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিকাল সায়েন্স অনুষদের ডীন হিসাবে দুই বছর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ে]] নিজ বিভাগে ফিরে আসেন। [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] পদার্থ বিজ্ঞান বিভাগে বাকি সময় শিক্ষকতা করে ২০০৮ সালে তিনি বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এরপর শিক্ষক ও গবেষক হিসাবে তার অসামান্য অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশের পদার্থ বিজ্ঞানে এক মাত্র [[ইমেরিটাস অধ্যাপক]] (আজীবন) হওয়ার গৌরব অর্জন করেন। তিনি [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] চতুর্থ ইমেরিটাস অধ্যাপক। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটিতে ১৯৯৭ সালে ভিজিটিং প্রফেসরের দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার যুক্তরাষ্ট্রের এর সাউদর্ন ইলিনইস ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।<ref name="tomal"/>
 
===অন্যান্য===
৭৯ নং লাইন:
 
==অরুণ কুমার বসাকের প্রতি হয়রানী==
অরুণ কুমার বসাকের বসতবাড়ির জমির পাশের একটি ওয়াকফ এস্টেটের মোতোয়ালি (ধর্মীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক) ইয়াহিয়া ফেরদৌস ১৮ বছর ধরে শিক্ষকের জমি দখল করে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা (আরডিএর) অবহেলায় এটি ঘটছে বলে তিনি জানান। ন্যায় বিচারের দাবিতে অধ্যাপক অরুণের আবেদনগুলোতে আরডিএ তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় ইয়াহিয়া ফেরদৌস ১৮ বছর ধরে এই শিক্ষাবিদকে হয়রানি করতে থাকেন। গবেষণায় ব্যস্ত থাকায় জমির দেখাশোনা তিনি সেভাবে করতে পারেন নি বিধায় ইমাম ফেরদৌস এ সুযোগ নেন। দ্য ডেইলি স্টারকে অধ্যাপক অরুণ বসাক বলেন, নিজের বাড়িতেই তিনি অনিরাপদ বোধ করছেন।<ref name="ডেইলি স্টার১২৩">{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ1=আলী |প্রথমাংশ1=আনোয়ার |শিরোনাম=জমি দখলের শিকার ইমেরিটাস অধ্যাপক অরুণ বসাক |ইউআরএল=https://bangla.thedailystar.net/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%96%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95-364746 |ওয়েবসাইট=Theদ্য Dailyডেইলি Star Banglaস্টার |সংগ্রহের-তারিখ=২৯ জুন ২০২২ |ভাষা=en |তারিখ=২৭ জুন ২০২২}}</ref>
 
অধ্যাপক অরুণের বসতবাড়ির জমিটি ছিল তার স্ত্রী দেবিকা বসাকের। ২০২০ সালের নভেম্বরে দেবিকা বসাকের মৃত্যুর পর নিঃসন্তান অধ্যাপক অরুণ জমিটির মালিকানা পান।
১০৫ নং লাইন:
* [http://www.kalerkantho.com/print-edition/campus/2016/08/24/396908 ল্যাবেই কাটে দিন]
* [http://archive.ph/wip/9QHkk আমরা শেখার আনন্দ সৃষ্টি করতে ব্যর্থ: অরুণ কুমার বসাক]
* [https://www.thedailystar.net/news/bangladesh/news/noted-physicist-victim-land-grabbing-3050811 Noted physicist a victim of land grabbing]
 
{{DEFAULTSORT:অরুন কুমার বসাক}}