গুরু পূর্ণিমা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nandi Nath Shaiva (আলোচনা | অবদান)
সনাতন হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুসারে পালিত একটি গুরুমূলক উৎসব, যাতে শিবের রূপে জগতের সমস্ত আচার্য দের "গুরু পূজা" সম্পন্ন করা হয়। শিবের থেকে সমগ্র সনাতন ধর্মশাস্ত্র প্রকটিত হয়েছে বলে জানা যায়। তাই শিব আদিগুরু বলে জগদবিখ্যাত। তার শাস্ত্রজ্ঞানের দ্বারা জীব উদ্ধার হয় তাই তার দক্ষিণমুখ কে দক্ষিণামূর্তি বলে। এই রূপেই তিনি পরমগুরু । 'গুরু' শব্দটি 'গু' এবং 'রু' এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত; 'গু' শব্দের অর্থ "অন্ধকার" / "অজ্ঞতা" এবং 'রু' শব্দের অর্থ "যা অন্ধকারকে দূরীভূত করে"। অর্থ্যাৎ, 'গুরু'
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎হিন্দু ও বৌদ্ধদের পালন রীতি: পুজোর নিয়ম সেভাবে আলাদা করে কোনও নিয়ম নেই। তবে ভগবানকে নানা নিরামিষ ভোগ, যেমন লুচি-সুজি, খিচুড়ি-তরকারি-ভাজা, পায়েস, ক্ষীর, নানা রকমেপ মিষ্টি ইত্যাদি দিতে পারেন। আর দই, গঙ্গাজল, মধু ও ড্রাই ফ্রুট সহযোগে চরণামৃতও তৈরি করে অর্পণ করা যেতে পারে। পূর্ণিমা চলাকালীন নিরামিষ খাবারদাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত। অনেকে আবার এদিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নিও দেন। যে-কোনও শুভ কাজের জন্য এটি অত্যন্ত শুভ দিন।
৩০ নং লাইন:
 
== হিন্দু ও বৌদ্ধদের পালন রীতি ==
গুরুপূর্ণিমা পুজোর নিয়ম সেভাবে আলাদা করে কোনও নিয়ম নেই। তবে ভগবানকে নানা নিরামিষ ভোগ, যেমন লুচি-সুজি, খিচুড়ি-তরকারি-ভাজা, পায়েস, ক্ষীর, নানা রকমেপ মিষ্টি ইত্যাদি দিতে পারেন। আর দই, গঙ্গাজল, মধু ও ড্রাই ফ্রুট সহযোগে চরণামৃতও তৈরি করে অর্পণ করা যেতে পারে। পূর্ণিমা চলাকালীন নিরামিষ খাবারদাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত। অনেকে আবার এদিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নিও দেন। যে-কোনও শুভ কাজের জন্য এটি অত্যন্ত শুভ দিন।
 
== জৈন ধর্ম ==