বলরাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Saagor Chakraborty930 (আলোচনা | অবদান)
বানান সংশোধন
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Saagor Chakraborty930 (আলোচনা | অবদান)
''ইতিহাসে বলরাম'' অনুচ্ছেদ এবং ছবি যুক্তকরণ
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১৯ নং লাইন:
 
== বিবরণ ==
কুরুক্ষেত্র যুদ্ধে বলরাম কোনো পক্ষ অবলম্বন করেননি। একজন আদর্শ ভ্রাতা হিসেবে বলরাম তুলনাহীন। বাল্যকাল থেকে কৃষ্ণ তাঁকে কম জ্বালাননি। তবু সবকিছু হাসিমুখে সহ্য করেছেন। বহু বিপদে শ্রীকৃষ্ণকে আগলে রেখেছেন। বলরাম অত্যন্ত পত্নীনিষ্ঠ। স্ত্রী রেবতী তার চাইতে ঢের বড়, একেবারে অন্য যুগের নারী। তার প্রতি বলরামের প্রেম এতটাই দৃঢ় যে, তিনি দ্বিতীয় বিবাহের কথা ভাবেনইনি। তার দুই পুত্র নিশথ ও উল্মুক এবং এক কন্যা ভৎসলা।বৎসলা। বলরাম পূর্বজন্মে ছিলেন রামের ভ্রাতা লক্ষ্মণ। তিনি অনুরোধ করেন তাকে যেন তার জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে একজন্ম কাটাতে দেওয়া হয়। বলরামের অস্ত্র এক বিশাল লাঙল। তিনি এ কারণে ‘হালধারী’‘হলধারী’ নামেও পরিচিত। তিনি সর্বদা নীলাম্বরধারী। তিনি তুমুল পানাসক্ত ছিলেন। এই আসক্তি নিয়ে অনেকবার অনেক রকম সমস্যাও হয়। তিনি ভীম এবং দুর্যোধনের গুরু। তারা তারতাঁর কাছে গদাযুদ্ধ শিখেছিলেন।<ref>http://ebela.in/entertainment/10-facts-about-balarama-dgtl-1.395981</ref>
 
==ইতিহাসে বলরাম==
[[File:Balarama - Early Mediaeval Period - Maholi - ACCN 18-1515 - Government Museum - Mathura 2013-02-23 5791.JPG|thumb|left|upright=0.85|
মধ্যযুগের ৮ম-১৩দশ শতাব্দীতে নির্মিত [[মথুরা|মথুরায়]] প্রাপ্ত বলরাম এর মূর্তি]]
বলরাম হলেন একজন প্রাচীন দেবতা, ভারতীয় ইতিহাসের মহাকাব্য যুগে প্রত্নতাত্ত্বিক এবং মুদ্রাসংক্রান্ত প্রমাণ দ্বারা তাঁর প্রাচীনত্ব প্রমাণিত হয়। তাঁর প্রাপ্ত প্রাচীন মূর্তিগুলোতে [[নাগ]] (অনেক মাথাওয়ালা সর্প), একটি লাঙ্গল এবং জল দেওয়ার পাত্র রয়েছে যা প্রাচীন কৃষিভিত্তিক সমাজে তিনি পূজিত হতেন তা নির্দেশ করে। [[মহাভারত|মহাভারতের]] বিভিন্ন ''পর্বে'' তাঁর সম্পর্কে কাহিনী রয়েছে। মহাভারতের [[বন পর্ব|বন পর্বে]] উল্লেখিত হয়েছে- বলরাম হলেন বিষ্ণুর অবতার এবং অন্যদিকে, কৃষ্ণ হলেন সমস্ত অবতার এবং অস্তিত্বের উৎস। [[বিজয়নগর সাম্রাজ্যে|বিজয়নগর সাম্রাজ্যের]] কিছু শিল্পকর্মে, গুজরাটের মন্দির এবং অন্যত্র প্রাপ্ত প্রত্নবস্তু বলা হয়েছে- বলদেব হলেন বিষ্ণুর অষ্টম অবতার, যিনি [[বুদ্ধ|বুদ্ধের]] (বৌদ্ধধর্ম) এবং [[অরিহন্ত|অরিহন্তের]] (জৈনধর্ম) পূর্ববর্তী।
 
== বহিঃসংযোগ ==