আর্কিমিডিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কিংকং (আলোচনা | অবদান)
কিংকং (আলোচনা | অবদান)
৬৪ নং লাইন:
যদিও আর্কিমিডিস নিজে লিভার উদ্ভাবন করেননি, তিনিই প্রথম লিভারের কার্যনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাপ্পাস অভ আলেকজান্দ্রিয়ার কথা অনুযায়ী, লিভারের মূলনীতি বোঝাতে গিয়ে আর্কিমিডিস বলেছিলেন, "আমাকে একটা দাঁড়ানোর জায়গা দাও, আমি পৃথিবীকে তুলে সরিয়ে দেব"।({{lang-el|δῶς μοι πᾶ στῶ καὶ τὰν γᾶν κινάσω}})<ref>Quoted by [[Pappus of Alexandria]] in ''Synagoge'', Book VIII</ref> প্লুটার্খ ব্যাখ্যা করেছেন আর্কিমিডিস কিভাবে ব্লক-এন্ড-ট্যাকল পুলি ডিজাইন করেন, যা নাবিকদের লিভারের মুলনীতি ব্যবহার করে অনেক ভারী বস্তু সরাতে সাহায্য করে।<ref>{{cite web | author=Dougherty, F. C.; Macari, J.; Okamoto, C.|title = Pulleys | publisher=[[Society of Women Engineers]] | url = http://www.swe.org/iac/lp/pulley_03.html|accessdate=2007-07-23}}</ref> এছাড়াও আর্কিমিডিস ক্যাটাপোল্টের ক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করেন এবং প্রথম পিউনিক যুদ্ধের সময় ওডোমিটার আবিষ্কার করেন। প্রচলিত বিবরণ অনুযায়ী, ওডোমিটার ছিল একটি গীয়ারযুক্ত ঠেলাগাড়ি যা প্রতি মাইল চলার পর একটি পাত্রে ছোট একটি গোলক ফেলে দিত।<ref>{{cite web |first= |last= | url = http://www.tmth.edu.gr/en/aet/5/55.html| title = Ancient Greek Scientists: Hero of Alexandria | publisher = Technology Museum of Thessaloniki | accessdate = 2007-09-14 }}</ref>
 
সিসেরো (খৃষ্টপূর্ব ১০৬ - ৪৩) তাঁর De re publica নামক কাল্পনিক কথোপকথনে আর্কিমিডিসের উল্লেখ করেন। সিরাকিউজ দখলের পর রোমান সেনাপতি মার্কাস ক্লদিয়াস মার্সেলাস রোমে দুটি যন্ত্র নিয়ে যান। এই যন্ত্রগুলির সাহায্যে সূর্য, চাঁদ এবং পাঁচটি গ্রহের স্থান পরিবর্তন দেখানো যেত, যা জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হত।refহত।<ref>{{cite web | title = ''De re publica'' 1.xiv §21|author= [[Cicero]]| publisher =thelatinlibrary.com | url = http://www.thelatinlibrary.com/cicero/repub1.shtml#21|accessdate=2007-07-23}}</ref><ref>{{cite web|title =''De re publica'' Complete e-text in English from Gutenberg.org|author=[[Cicero]] | publisher = [[Project Gutenberg]]|url= http://www.gutenberg.org/etext/14988|accessdate=2007-09-18}}</ref>}} একসময় ধারণা করা হত যে এমন যন্ত্র তৈরি করার জন্য যে পরিমাণ যন্ত্রকৌশলগত জ্ঞান থাকা লাগে তা এত প্রাচীনকালে ছিল না, কিন্তু ১৯০২ সালে এন্টিকাইথেরা মেকানিজমের খোঁজ পাওয়ার পর বোঝা যায় যে প্রাচীন গ্রীকদের এসব বিষয়ে যথেষ্ট জ্ঞান ছিল।<ref>{{cite web | title = Spheres and Planetaria |first=Chris |last=Rorres | publisher = Courant Institute of Mathematical Sciences | url = http://www.math.nyu.edu/~crorres/Archimedes/Sphere/SphereIntro.html|accessdate=2007-07-23}}</ref><ref>{{cite web | title = Ancient Moon 'computer' revisited|author= | publisher = BBC News|date = November 29, 2006| url = http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6191462.stm|accessdate=2007-07-23}}</ref>
 
== গণিত ==