|
|
[[image:Place Saint-Augustin, Paris December 2014 001.jpg|thumbnail]]
[[image:Bikecultureincopenhagen.jpg|thumbnail]]
'''বিশ্ব সাইকেল দিবস''' প্রতিবছর জুন মাসের ৩ তারিখে সমগ্র বিশ্বজুড়ে পালন করা হয়। ২০১৮ সালের এপ্রিল মাসে [[রাষ্ট্রসংঘ]]র সাধারণ সভাসভায় ৩ জুন তারিখটিকে বিশ্ব সাইকেল দিবস হিসাবে উদ্যাপন করতেকরার প্রস্তাব গ্রহণ করেছিলেন।করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.un.org/en/events/bicycleday/|শিরোনাম=World Bicycle Day, 3 June|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=www.un.org|ভাষা=EN|আর্কাইভের-ইউআরএল=|আর্কাইভের-তারিখ=|অকার্যকর-ইউআরএল=|সংগ্রহের-তারিখ=2018-11-23|সূত্র=Official UN WBD page}}</ref> রাষ্ট্রসংঘের প্রস্তাবে সাইকেলের দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল। সঙ্গে প্রায় দুই শতক কাল এর সাধারণ, কম খরচ, বিশ্বাসযোগ্যতা, এবং পরিবেশের জন্য উপযুক্ত যান-বাহনের মাধ্যম হিসাবে সাইকেলের উল্লেখ করা হয়েছিল।<ref name=":0">A.Res.72.272 World Bicycle Day, United Nations Resolution</ref> সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য মূলতঃ এই দিবস উদ্যাপন করা হয়।
==ইতিহাস==
|