বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Areafin tawfiq (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
আলবি রেজা (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৮ নং লাইন:
 
আমার নাম দুজন মধ্যপ্রাচ্যের শাসকের নামের মিশ্রণ হওয়ায় আমি বিস্মিত। একজন হলেন [[তৌফিক আলাভি]]। অন্যজন [[রেজা শাহ|রেজা শাহ পাহলবি]]।
</div>
 
==উইকিপিডিয়া প্রসঙ্গে==
বাংলা ভাষায় জ্ঞানচর্চার পথ সুগম করেছে বাংলা উইকিপিডিয়া। কিন্তু সম্পাদনার জন্য অনুকূল পরিবেশ না থাকায় আমি নিয়মিত সম্পাদনা করতে পারি না। আমার অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তবুও অবসর সময়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার চেষ্টা করি।
 
বাংলা ভাষাকে বিদেশি শব্দ থেকে মুক্ত করা আমার সংকল্প। আর উইকিপিডিয়াই হতে পারে এর প্রথম ধাপ যেখান থেকে আমি আমার এ কাজটি আরম্ভ করতে পারি। আমার বিশ্বাস বিদেশি শব্দগুলোকে ([[ইংরেজি]],[[আরবি]],[[ফারসি]] সমস্ত) অপসারণ করতে প্রথমেই তা কথ্য ভাষা থেকে অপসারণ সম্ভব নয়। মানুষের মুখের ভাষাকে নিয়ন্ত্রণ দুরূহ ব্যাপার। তাই প্রথমে ধাপ হতে পারে লেখ্য ভাষা। তুর্কি ভাষা এ কাজে আমার অনুপ্রেরণা। আধুনিক তুরস্কের স্থপতি মুস্তাফা কেমাল আতাতুর্ক এ কাজে অনেকটাই সফল হয়েছিলেন। তিনি ভাষা সংস্কার করে ভাষার প্রতি শ্রদ্ধাবোধের পরিচয় দিয়েছিলেন।এমন উদ্যোগ আমাদেরও প্রয়োজন।
 
 
<div style="{{Round corners}};width: 100%; text-align: center;border: 0.5px solid red; background: White;"><b></b><br>
মানুষ যেমন অন্যের ধন ঋণ নিয়ে ধনী হতে পারে না , ভাষাও অন্যের থেকে ধার নেয়া শব্দ দিয়ে ধনী হতে পারে না। তবে কিছু সময় তো ঋণ নিতেই হয় যখন আর নিজের সম্পদ দিয়ে কার্যনির্বাহ সম্ভব না। এ ব্যাপারটি স্বতন্ত্র।
</div>