স্যাটারিকন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
দ্রুত বিষয়শ্রেণী যুক্তকরা হয়েছে নরওয়েজীয় ব্যান্ড ( [[WP:HOTCAT|হটক্যাট]
Rabbani bhuiyan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians -->
| Name = স্যাটারিকন
| Img = স্যাটারিকন, Metaltown 2008.jpg
| Img_size =
| Landscape =
১৫ নং লাইন:
 
স্যাটারিকন একটি নরওয়েজীয় [[ব্ল্যাক মেটাল]] ব্যান্ড যা ১৯৯০ সালে গঠিত হয়। এটি এখন পর্যন্ত প্রথম নরওয়েজীয় [[ব্ল্যাক মেটাল]] ব্যান্ড যেটি বহুজাতিক রেকর্ড কোম্পানি [[ই এম আই]]-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে।স্যাটারিকন ব্যান্ডের মোট দুইজন সদস্য আছে।১৯৯১ সালে ব্যান্ডের সাথে যোগ দেয় স্যাটায়ার ও ১৯৯২ সালে
ব্যান্ডে যোগ দেয় ফ্রস্ট, যাকে অনেকে বিশ্বের দ্রুততম ড্রামার হিসেবে গণ্য করেন।এছাড়াও অনেক [[ব্ল্যাক মেটাল]] ব্যান্ডের সদস্য স্যাটারিকন-এর সাথে স্টুডিও ও সরাসরিতে অংশগ্রহণ করে। যেমন সামথ, ইহসান [[এম্পারার]] ব্যান্ডের,ফ্রেনরিজ , নক্টারনো কালটো [[ডার্কথ্রোন]] ব্যান্ডের।স্যাটারিকন ব্যান্ডের সদস্য ফ্রস্ট কিপ অব কালেসিন, ১৩৪৯,গরগরথ, গিহেন্না ইত্যাদি ব্যান্ডের সাথে কাজ করেন।স্যাটারিকন ব্যান্ড তাদের গানে এ্যাকুস্টিক গিটার, বাঁশি, ড্রামের অকৃত্রিম শব্দ ব্যবহার করে। [[পেন্টেরা]] ব্যান্ডের সাথে স্যাটারিকন ২০০০ সালে সহযোগী ব্যান্ড হিসেবে বিশ্বভ্রমণ করে।এ পর্যন্ত ৭টি স্টুডিও অ্যালবাম বের হয়েছে এ ব্যান্ডটির। তাদের অ্যালবাম ''ভলকানো"'' ২০০২ সালে বেস্ট মেটাল অ্যালবাম নির্বাচিত হয়ে নরওয়েজিয়ান গ্রামি জিতে নেয়।
 
 
===মিউজিক ভিডিও===
* ''মাদার নর্থ"(১৯৯৭)
* ''ফুয়েল ফর হ্যাট্রেড'' (২০০২)
* "কিং '' (২০০৬)
* ''দ্যা পেন্টাগ্রাম বার্নস(২০০৬)
* ''ব্ল্যাক ক্রো অন আ থোম্বস্টোন"(২০০৮)
 
==বহির্সংযোগ==