উইকিপিডিয়া:ব্যবহারকারী অধিকার স্তর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
৩৩ নং লাইন:
নির্দিষ্ট সংখ্যক সম্পাদনা ও নির্দিষ্ট সময়ের পর নিবন্ধিত ব্যবহারকারীগণ স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী হবেন। যদিও এই সম্পাদনা সংখ্যা ও সময় পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন হয়, অধিকাংশ অ্যাকাউন্ট যেগুলো ৪ দিনের পুরোনো এবং ১০ টি সম্পাদনা আছে সেগুলো স্বয়ংনিশ্চিতকৃত হিসেবে গণ্য হয়। যারা [[টর]] নেটওয়ার্কের মাধ্যমে সম্পাদনা করেন তাদের ক্ষেত্রে স্বয়ংনিশ্চিতকৃত হওয়ার মানদন্ড অধিক কঠোর: ৯০ দিন ও ১০০ সম্পাদনা।
 
স্বয়ংনিশ্চিতকৃত ও নিশ্চিতকৃত ব্যবহারকারীগণ পাতা স্থানান্তর, অর্ধ সুরক্ষিত পাতা সম্পাদনা, ফাইল আপলোড এবং অন্যদের সম্পাদনা পরীক্ষিত হিসেবে চিহ্নিত করতে পারবেন। এছাড়া অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে আর [[ক্যাপচা]]<nowiki/>র উত্তর দিতে হবে না।
 
কখনও কখনও নিশ্চিতকরণ সময় ও সম্পাদনা সংখ্যার পূর্বেই কোনো অ্যাকাউন্টে এই সুবিধাগুলোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে একজন ব্যুরোক্র্যাট সেই অ্যাকাউন্টে নিশ্চিতকৃত অধিকার দিতে পারেন। যেহেতু স্বয়ংনিশ্চিতকৃত ও নিশ্চিতকৃত উভয় ব্যবহারকারী দলের অধিকারসমূহ একই, তাই যারা ইতিমধ্যেই স্বয়ংনিশ্চিতকৃত তাদেরকে সাধারণত নিশ্চিতকৃত ফ্লাগ দেয়া হয় না। বাংলা উইকিপিডিয়ায় {{#ifeq:০|{{NUMINGROUP:confirmed}}|কোনো নিশ্চিতকৃত ব্যবহারকারী নেই।|[[Special:ListUsers/confirmed|{{NUMINGROUP:confirmed}} জন]] নিশ্চিতকৃত ব্যবহারকারী রয়েছেন।}}
 
{{anchors|patroller}}
==== পর্যবেক্ষক ====
{{মূল|উইকিপিডিয়া:পর্যবেক্ষক}}
 
পর্যবেক্ষক দলের সদস্যরা সাম্প্রতিক পরিবর্তন ও নতুন পাতায় অন্যদের সম্পাদনা পরীক্ষিত হিসেবে চিহ্নিত করতে পারবেন। সাধারণত ভাল অথবা ত্রুটি থাকলেও পরে বাতিল/সংশোধন হয়েছে - এমন সম্পাদনাগুলো পরীক্ষিত করা হয়, তখন অন্য পর্যবেক্ষকদের তা পুনরায় টহল দিতে হয় না। নিরীক্ষক ও প্রশাসকদেরও এই সুবিধা আছে।
 
বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় [[বিশেষ:ListUsers/patroller|{{NUMBERINGROUP:patroller}}]] জন পর্যবেক্ষক দলের ব্যবহারকারী রয়েছেন।
 
{{anchors|reviewer}}
১০৫ ⟶ ১১৩ নং লাইন:
{{মূল|উইকিপিডিয়া:প্রশাসক}}
 
প্রশাসক দলের সদস্যদের অনেকগুলো অধিকার রয়েছে, যেগুলোর মধ্যে প্রধান তিনটি হল - পাতা অপসারণ, পাতা সুরক্ষিত করা, ব্যবহারকারীকে বাধা প্রদান। আরো রয়েছে সংস্করণ ও লগ অপসারণ, গণবার্তা প্রেরণ, রোলব্যাক, নিরীক্ষা, পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর, চিত্র স্থানান্তর, পাতার ইতিহাস একীকরণ, মিডিয়াউইকি নামস্থানে সম্পাদনা, অপব্যবহার ছাঁকনি সম্পাদনা ইত্যাদি। তারা কোনো ব্যবহারকারীকে পর্যবেক্ষক, রোলব্যাকার, স্বয়ংক্রিয় পরীক্ষক, নিরীক্ষক, ফাইল স্থানান্তরকারী ইত্যাদি অধিকার দলে যুক্ত করতে পারেন।
 
বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় [[বিশেষ:ListUsers/sysop|{{NUMBERINGROUP:sysop}}]] জন প্রশাসক দলের ব্যবহারকারী রয়েছেন।
১১৩ ⟶ ১২১ নং লাইন:
{{মূল|উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাট}}
 
ব্যুরোক্র্যাট দলের সদস্যদের বেশকিছু অধিকার রয়েছে, যার মধ্যে মূল হল অন্য ব্যবহারকারীদের ব্যুরোক্র্যাট, প্রশাসক, বট, ইন্টারফেস প্রশাসক, আমদানীকারক, নিশ্চিতকৃত, অ্যাকাউন্ট তৈরিকারক অধিকারগুলোঅধিকার দলে প্রদানযুক্ত করা।
 
বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় [[বিশেষ:ListUsers/bureaucrat|{{NUMBERINGROUP:bureaucrat}}]] জন ব্যুরোক্র্যাট দলের ব্যবহারকারী রয়েছেন।