নারী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
{{নারীবাদ পার্শ্বদণ্ড}}
 
নারী বলতে একজন পূর্ণ বয়স্ক মহিলা মানুষকে বোঝায়।<ref name="Mosby">{{cite book|vauthors =Mosby|title =Mosby's Pocket Dictionary of Medicine, Nursing & Health Professions - E-Book|isbn =978-0323066044|publisher=[[Elsevier Health Sciences]]|year=2009|page=1453|url=https://books.google.com/books?id=_QGaoiFCIDMC&pg=PA1453}}</ref><ref name="Venes">{{cite book|vauthors =Venes D|title =Taber's Cyclopedic Medical Dictionary|isbn =978-0803659407|publisher=[[F. A. Davis Company|F.A. Davis]]|year=2017|page=2539|url=https://books.google.com/books?id=OA37DQAAQBAJ&pg=PA2539}}</ref> যৌবনকালে পৌছাবার পূর্বে একজন নারীকে মেয়ে বলে সম্বোধন করা হয়।<ref>{{cite web |url= https://www.oxfordlearnersdictionaries.com/definition/english/girl?q=girl |title= Definition of girl noun from the Oxford Advanced Learner's Dictionary| website= Oxford learner’s Dictionary}}</ref> নারী শব্দটিকে যখন "নারী অধিকার" শব্দগুচ্ছে ব্যবহার করা হয় তখন বয়সের ব্যাপারটিকে প্রাধান্য দেয়া হয়না।
 
 
 
সাধারণত, মহিলাদের দেহে দুটি [[এক্স ক্রোমোজোম|X ক্রোমোজোম থাকে]] এবং তারা [[বয়ঃসন্ধি]] থেকে [[রজোনিবৃত্তি|মেনোপজ]] পর্যন্ত [[গর্ভধারণ]] করতে এবং [[প্রসব|জন্ম]] দিতে সক্ষম। মহিলাদের শরীরকে পুরুষদের শরীর থেকে [[মানব স্ত্রী প্রজননতন্ত্র|মহিলা প্রজনন ব্যবস্থা]] -এর মাধ্যমে আলাদা করা যায়।  [[মানব স্ত্রী প্রজননতন্ত্র|মহিলা প্রজনন ব্যবস্থা]]-এর মধ্যে রয়েছে [[ডিম্বাশয়]], [[ফ্যালোপিয়ান নালি|ফ্যালোপিয়ান টিউব]], [[জরায়ু]], [[যোনি]] এবং [[ভালভা]] । প্রাপ্তবয়স্ক মহিলাদের [[শ্রোণিচক্র|পেলভিস]] ও [[নিতম্ব]] চওড়া এবং [[স্তন]] প্রাপ্তবয়স্ক পুরুষদের তুলনায় বড় হয়ে থাকে। মহিলাদের মুখের এবং অন্যান্য শরীরের লোম উল্লেখযোগ্যভাবে কম হয়, শরীরে চর্বি বেশি থাকে এবং [[পুরুষ মানুষ|পুরুষদের]] তুলনায় গড় উচ্চতা কম হয় এবং শরীররে পেশি কম থাকে।
 
[[বিশ্বের ইতিহাস|মানব ইতিহাস]] জুড়ে, ঐতিহ্যগত ভাবে [[লিঙ্গ দৃঢ়বদ্ধতা|লিঙ্গ]] দৃঢ়তা প্রায়ই মহিলাদের কার্যকলাপ ও সুযোগকে সংজ্ঞায়িত এবং সীমিত করেছে; অনেক ধর্মীয় মতবাদ নারীদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেয়। বিংশ শতাব্দীতে অনেক সমাজে বিধিনিষেধ শিথিল হতে থাকে এবং এর ফলে নারীরা প্রথাগত [[গৃহিণী|গৃহকর্মীর]] বাইরের ক্যারিয়ারে প্রবেশ করতে শুরুকরে এবং উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ  পেয়েছে। [[নারীর প্রতি সহিংসতা]]র একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি প্রাথমিকভাবে পুরুষরাই করে থাকে তা সে পরিবারেই হোক বা সম্প্রদায়ের মধ্যেই হোক। কিছু নারী তো [[ প্রজনন অধিকার]] থেকেও বঞ্চিত হয়। [[নারীবাদ|নারীবাদী]] আন্দোলন এবং মতাদর্শের মধ্যে [[লৈঙ্গিক সমতা|লিঙ্গ সমতা]] অর্জনের একটি যৌথ লক্ষ্য রয়েছে।
 
নিয়ম বেঁধে দেয়। বিংশ শতাব্দীতে অনেক সমাজে বিধিনিষেধ শিথিল হতে থাকে এবং এর ফলে নারীরা প্রথাগত [[গৃহিণী|গৃহকর্মীর]] বাইরের ক্যারিয়ারে প্রবেশ করতে শুরুকরে এবং উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ  পেয়েছে। [[ নারীর প্রতি সহিংসতা]]<nowiki/>র একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি প্রাথমিকভাবে পুরুষরাই করে থাকে তা সে পরিবারেই হোক বা সম্প্রদায়ের মধ্যেই হোক। কিছু নারী তো [[ প্রজনন অধিকার]] থেকেও বঞ্চিত হয়। [[নারীবাদ|নারীবাদী]]  আন্দোলন এবং মতাদর্শের মধ্যে [[লৈঙ্গিক সমতা|লিঙ্গ সমতা]] অর্জনের একটি যৌথ লক্ষ্য রয়েছে।
 
[[রূপান্তরকামী নারী|ট্রান্স মহিলারা]](যারা নিজেদের লিঙ্গ পরিচয় পরিবর্তন করে) একটি [[সামাজিক লিঙ্গ পরিচয়|লিঙ্গ পরিচয়]] বিকাশ করে যা জন্মের সময় তারা যে পুরুষ [[লিঙ্গ পরিচয় আরোপ|লিঙ্গ]] পরিচয় পায় তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে [[ আন্তঃলিঙ্গ]] মহিলাদের এমন যৌন বৈশিষ্ট্য থাকতে পারে যা সাধারন মহিলাদের  শারীরিক বিশিষ্টর সাথে খাপ খায় না।
'https://bn.wikipedia.org/wiki/নারী' থেকে আনীত