হিউলেট-প্যাকার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TXiKiBoT (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: kn:ಹೆವ್ಲೆಟ್-ಪ್ಯಾಕರ್ಡ್
Xqbot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: mr:हेव्लेट-पॅकार्ड; cosmetic changes
১ নং লাইন:
'''হিউলেট প্যাকার্ড কোম্পানি''' (ইংরেজি :- Hewlett-Packard) একটি আমেরিকান ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটি মূলত কম্পিউটার, কম্পিউটারের বিভিন্ন যণ্ত্রাংশ প্রস্তুতকারক।<br />
এর সদর দপ্তর [[ক্যালিফোর্নিয়া]] রাজ্যের '''পালো অ্যালটো''' (Palo Alto) নামক স্থানে।
 
== ইতিহাস ==
[[১৯৩৯]] সালের [[জানুয়ারি ১|পহেলা জানুয়ারি]] তারিখে [[উইলিয়াম হিউলেট]] (William R. Hewlett) এবং [[ডেভিড প্যাকার্ড]] (David Packard) 'র হাতে হিউলেট-প্যাকার্ড কোম্পানির যাত্রা শুরু হয়। তারা দুজনই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রীপ্রাপ্ত। তারা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক [[ফ্রেডেরিক টারমান]] (Frederick Terman) 'র কাছ থেকে অনেক সহযোগিতা পান।
 
* কোম্পানিটি সূক্ষ্ম যণ্ত্রপাতি তৈরি করে জনপ্রিয়তা লাভ করে। [[ওয়াল্ট ডিজনি প্রোডাকশন্‌স]] [[১৯৪০]] সালে হিউলেট-প্যাকার্ডের কাছ থেকে ৮ টি Audio Oscillator কিনে যা দ্বারা নির্মিত হয় [[ফ্যান্টাসিয়া]] (Fantasia) নামক বিখ্যাত animated চলচ্চিত্র। এটি ছিল কোম্পানির প্রথম বড় ধরণের বিক্রয়।
* [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] 'র সময় হিউলেট-প্যাকার্ড সামরিক অস্ত্র তৈরি করে সেনাবাহানীর সিগনাল বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ সময় তারা নৌবাহিনীর গবেষণাগারের সাথে কাজ করে '''কাউন্টার রাডার প্রযুক্তির''' বিকাশ সাধন করে।
* [[১৯৫১]] সালে '''উচ্চ দ্রুতিসম্পন্ন কম্পাঙ্ক মাপক''' (High speed frequency counter) প্রস্তুত করে। '''যোগাযোগ কমিশন নীতিমালা''' অনুযায়ী এটি এফ এম বেতার ও টেলিভিশন প্রচারণা কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহ্রত হয়। এ সময় হিউলেট ও প্যাকার্ড তাদের কাজ ভাগ করে নেন। হিউলেট গবেষণা ও উন্নয়নের দিক এবং প্যাকার্ড ব্যবসার দিক দেখার দায়িত্ব নেন।
* প্রথমত গ্রাফিক্‌স রেকর্ডার প্রস্তুতকারক '''এফ এল মোসলে কোম্পানিকে''' কিনে নেয় । পরবর্তীতে [[১৯৬১]] সালে চিকিৎসা-যণ্ত্র প্রস্তুতকারক '''স্যানবর্ন কোম্পানিকে''' কিনে নেয়।
* [[১৯৬৪]] সালে কোমাপানির যণ্ত্রপাতি আন্তর্জাতিক মান লাভ করে। মূলত Cesium beam HP 5060A নামক যণ্ত্রের জন্য এটি সম্ভব হয়।
১৩ নং লাইন:
* [[১৯৭২]] সালে [[সমন্বিত সার্কিট]] তত্তের সাহায্যে পকেট ক্যালকুলেটর প্রস্তুত করে তা বাজারজাত করে। এই সামগ্রীটি অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করে।
 
== কম্পিউটার ব্যবসা ==
* হিউলেট-প্যাকার্ডের প্রস্তুতকৃত প্রথম [[কম্পিউটার]] ছিল '''এইচ পি ২১১৬এ''' ('''HP 2116A''')। তারা [[১৯৬৬]] সালে এটি তৈরি করে।
* [[১৯৭২]] সালে '''HP 3000''' নামক ক্ষুদ্র কম্পিউটার প্রস্তুত করে যা ব্যবসায়িক কাজে এখনও ব্যবহৃত হয়।
২৪ নং লাইন:
* [[১৯৯৩]] সালে কোম্পানি যখন সম্পূর্ণ ঘুরে দাড়াতে সক্ষম হয় তখন প্যাকার্ড অবসর নেন।
== বিশেষত্ব ==
হিউলেট প্যাকার্ড কোম্পানি ব্যবসার জগতে একটি নতুন ধারার জন্ম দেয়। সহযোগিতা ও সাধারণ স্বার্থই এ ধারার মূলমণ্ত্র। হিউলেট প্যাকার্ড কোম্পানিতে কর্মরত সকল কর্মচারি ও কর্মকর্তাকে শেয়ারগ্রাহকদের মতই কোম্পানির অংশ মনে করা হয়। তারা সবাই কোম্পানির স্বার্থর সাথে সমান ভাবে জড়িত বলে ধরা হয়। এ ধরণের মানসিকতার কারণে হিউলেট প্যাকার্ড সমাজের নারী ও সংখ্যালঘুদের কাজের প্রতি আকৃষ্ট করতে সমর্থ হয়।
 
== আরও দেখুন ==
# [[ক্যালিফোর্নিয়া]]
# [[ডেভিড প্যাকার্ড]]
৩৯ নং লাইন:
# [[সান মাইক্রোসিস্টেম্‌স]]
# [[সিলিকন গ্রাফিক্স কোম্পানি]]
# [[অ্যাপোলো কোম্পানি]]
# [[আই বি এম]]
# [[ফ্যান্টাসিয়া]]
৪৬ নং লাইন:
# [[ডেস্কটপ কম্পিউটার]]
 
== সূত্র ==
* [[ব্রিটানিকা বিশ্বকোষ]] (Encyclopedia Britanica)
 
[[Categoryবিষয়শ্রেণী:বাণিজ্যিক প্রতিষ্ঠান]]
 
 
[[Category:বাণিজ্যিক প্রতিষ্ঠান]]
 
[[ar:هوليت-باكارد]]
৮২ ⟶ ৮০ নং লাইন:
[[lv:Hewlett-Packard]]
[[ml:ഹ്യൂലറ്റ് പക്കാര്‍ഡ്]]
[[mr:हेव्लेट-पॅकार्ड]]
[[nl:Hewlett-Packard]]
[[nn:Hewlett-Packard]]