ইব্রাহিম (নবী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mufti Rakibul Islam Hojaify (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Mufti Rakibul Islam Hojaify (আলোচনা | অবদান)
→‎জন্ম ও বংশ পরিচয়: বিষয়বস্তু সংযোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৮ নং লাইন:
== জন্ম ও বংশ পরিচয় ==
তার পিতার নাম ''আজর''। তার স্ত্রীর নাম ''হাজেরা'' ও ''সারাহ''। তার দুই পুত্র ছিলেন: [[ইসমাইল]] ({{lang-en|Ishmael}}), [[ইসহাক]] ({{lang-en|Isaac}})। মতান্তরে, তাঁর তৃতীয় স্ত্রী কান্তুরাহের গর্বে আরো ৬ জন পুত্র ছিলেন।<ref name="BA"/> তবে, পুত্র হিসেবে কেবল ইসমাইল ও ইসহাকের বর্ণনাটিই ইতিহাসে প্রসিদ্ধ। অন্যদের ব্যাপারে ঐতিহাসিক উল্লেখের তেমন কোন প্রমাণ পাওয়া যায় না, যার ব্যতিক্রমে রয়েছে [[মাদিয়ান]], কান্তুরাহর গর্বে ইব্রাহিমের ( আ: ) পুত্র। মাদিয়ানের নামে তাঁর বংশধরদের দ্বারা যে শহরটি তৈরি হয়েছিল, তাঁর মধ্য হতেই হযরত শুয়াইব ( আ:) আসেন এবং তাদের মধ্যে ইসলাম প্রচার করেন বলে জানা যায়।
 
==== বংশ তালিকা ====
ইমাম তাবারীর (রঃ) মতে, তাঁর বংশ তালিকা হল- তিনি ইব্রাহিম, তাঁর পিতা তারেহ (তিনি আযর), তার পিতা নাহুর, তার পিতা সারুগ, তার পিতা আরগু, তার পিতা ফালেগ, তার পিতা আবির, তার পিতা শালেখ, তার পিতা কেনান, তার পিতা আরফাখশাদ, তার পিতা সাম, তার পিতা নূহ (আঃ)। <ref>তারিখে তাবারী-১/২৩৩, প্রকাশনা-দারুল মাআরেফ মিশর</ref>
 
তবে ইমাম ইবনে কাসীর (রঃ) আহলে কিতাবদের বর্ণনা অবলম্বনে বংশ তালিকাটির বর্ণনা এভাবে দিয়েছেন-
ইব্রাহীম, তার পিতা তাসারুখ, তার পিতা নাহুর, তার পিতা সারুগ, তার পিতা রাঊ, তার পিতা ফালিগ, তার পিতা আবির, তার পিতা শালেহ, তার পিতা আরফাখশায, তার পিতা সাম, তার পিতা নূহ (আঃ)।<ref>আল-বেদায়া ওয়ান নেহায়া-১/১৩৯, প্রকাশনা-মাকতাবাতুল মাআরেফ, বৈরুত।</ref>
 
বাইবেলের ওল্ড টেস্টামেন্টের<ref>বাইবেলঃ বুক অব জেনেসিস-১১:২৬-২৭,৩১</ref> বিপরীতে কুরআনে ইব্রাহীম (আঃ) এর পিতার নাম আযর বলা হয়েছে।<ref>সূরা আনআমঃ৭৪</ref> ইব্রাহিম (আঃ) এর পিতার দুটি নাম ছিল। একটি আসল নাম, আরেকটি উপনাম। <ref> তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে তাবারী, তাফসীরে জালালাইন</ref> তবে ইবনে আব্বাস (রাঃ)সহ অনেক হাদিসবিশারদদের মতে আযর ছিল মুর্তির নাম, আর ইব্রাহিম (আঃ) এর পিতা সে মুর্তির পুজারী হিসেবে তাকেই আযর উপনামে ডাকা হতো। <ref> ইবনে আবী শায়বা (রঃ), আব্দুল্লাহ বিন হুমাইদ (রঃ), ইবনে জারীর তাবারী (রঃ), ইবনে মুনজির (রঃ) ও ইবনে আবী হাতিম (রঃ) উনারা সকলেই হযরত মুজাহিদ (রঃ) থেকে বর্ননা করেছেন। তিনি বলেন, আযর হযরত ইব্রাহিম (আঃ) এর পিতা ছিলো না। বরং আযর ছিলো একটি মূর্তির নাম।"
দেখুন- জালালুদ্দীন সূয়ুতি; আদ-দুররুল মানছুর-৩/২৩</ref> আবার কারো মতে, আযর ছিল আসল নাম। অপর নাম ছিল তারেহ। <ref> মুহাম্মদ ইবনে ইসহাক, যাহহাক ও কালবীর মতে। -তাফসীরে বগভী, তাফসীরে কুরতুবী (সূরা আনআমের ৭৪নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য)</ref> সবাই তাকে তারেহ নামে চিনতো, কুরআন তার আসল নাম প্রকাশ করেছে।
 
== আসমানী কিতাব ==