লাতভিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ramija (আলোচনা | অবদান)
লিঙ্কের পরামর্শ: ৯টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা নবাগতদের কাজ পরামর্শ: লিঙ্ক যুক্ত করা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৭০ নং লাইন:
'''লাতভিয়া''' ([[লাতভীয় ভাষা|লাতভীয়]] Latvija ''লাৎভিয়া'') উত্তর-পূর্ব [[ইউরোপ|ইউরোপে]] [[বাল্টিক সাগর|বাল্টিক সাগরের]] পূর্ব তীরে [[লিথুয়ানিয়া]] ও [[এস্তোনিয়া|এস্তোনিয়ার]] মধ্যস্থলে অবস্থিত রাষ্ট্র। ঢেউ খেলানো পাহাড়ের সারি ও ঘণ অরণ্যে এবং এগুলির মধ্যে অবস্থিত বহু নদনদী, হ্রদ ও জলাভূমি নিয়ে লাতভিয়ার নয়নাভিরাম ভূ-প্রকৃতি গঠিত। এখানে লাতভীয় জাতির লোকেরা সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ, তবে রুশ সংখ্যালঘু সম্প্রদায়ের আকার বেশ বড়। [[রিগা]] বৃহত্তম শহর, প্রধান বন্দর ও রাজধানী।
 
১৩শ শতক থেকে লাতভিয়া ক্রমান্বয়ে [[জার্মানি]], [[পোল্যান্ড]] ও রুশদের[[রুশ]]দের দ্বারা শাসিত হয়। [[১৯১৮]] সালে প্রতিবেশী এস্তোনিয়া ও লিথুয়ানিয়ার সাথে এটিও স্বাধীনতা লাভ করে। রাষ্ট্র তিনটি বাল্টিক রাষ্ট্র নামে পরিচিত লাভ করে। ১৯৪০ সালে [[সোভিয়েত ইউনিয়ন]] বলপূর্বক বাল্টিক রাষ্ট্রগুলিকে ইউনিয়নের অন্তর্ভুক্ত করে।
 
১৯৯১ সালে লাতভিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে এবং একটি সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে। দেশটি বেশ সফলভাবে সোভিয়েত আমলের কেন্দ্রশাসিত অর্থনীতি থেকে পশ্চিমা বাজারভিত্তিক অর্থনীতিতে উত্তরণ ঘটায়। লাতভিয়ার এই সাফল্য ২০০৪ সালে [[ইউরোপীয় ইউনিয়নে]] দেশটির পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতে ভূমিকা রাখে।
 
== ইতিহাস ==