৪,৮৪৭টি
সম্পাদনা
(কিছু ভুল চিল) ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা |
অ (103.86.110.137 (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে Daredevil man-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত) ট্যাগ: পুনর্বহাল |
||
[[File:Amitosis .png|thumb|অ্যামাইটোসি]]
'''অ্যামাইটোসিস''' হল জীবদেহের এক ধরনের ''কোষ বিভাজন'' প্রক্রিয়া, যা প্রধানত নিম্ন শ্রেনির জীবে (যেমন- এক কোষী প্রাণী - [[ব্যাক্টেরিয়া]], ইস্ট, [[অ্যামিবা]] ইত্যাদি) দেখা যায়।
এই বিভাজন প্রক্রিয়ায় ক্রোমাটিন বস্তু ব্যাপকভাবে ঘনীভূত হয়ে ক্রোমোসোমে পরিণত হয় না। আবার স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটে ক্রোমোসোম দুই পাশে সরেও যায় না। বরং এক্ষেত্রে ক্রোমোসোম ছাড়াই নিউক্লিয়াস <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.microscopemaster.com/nucleus.html|শিরোনাম=Nucleus - Definition, Structure & Function, Cellular vs Atomic Nuclei|ওয়েবসাইট=MicroscopeMaster|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2020-09-19}}</ref> মাঝ বরাবর বিভাজিত হয়ে যায়। এরপরে [[সাইটোপ্লাজম]] মাঝ বরাবর ক্রমান্বয়ে সংকুচিত হয়ে বিভক্ত হয়ে যায় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এ ধরনের কোষ বিভাজন সরলতম কোষ বিভাজন। এ প্রক্রিয়ায় আদি কোষ বিভাজিত হয়।
|