ধাতু ক্ষয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান সংশোধন, সংশোধন
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
তথ্য সংশোধন ও পরিবর্তন
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫৬ নং লাইন:
- রাত্রে স্বপ্ন দেখে শুক্র ক্ষয় বা [[বীর্যপাত]] হতে পারে ([[স্বপ্নদোষ]]), আবার দিনের বেলায়ও নিদ্রাকালীন স্বপ্ন দেখে শুক্রপাত হতে পারে ।
 
- বেশিরভাগ ক্ষেত্রে এ রোগ হলে স্বপ্নদোষ হয় না (কারণ অনেক বেশি পরিমাণ [[বীর্য]] শরীর থেকে বের হয়ে যায় অর্থাৎ seminal vesicle পুর্ণ হতে পারে না)
 
- ঘুমের সমস্যা হতে পারে। কম ঘুম হয়, ঘুমের স্থায়িত্ব কম, হালকা ঘুম।
৭২ নং লাইন:
- ভারি কোন বস্তু উত্তোলনকালে বা শক্তির প্রয়োজন এমন কাজে বীর্য সামনে আসছে এমন অনুভূতি হতে পারে।
 
- অণ্ডকোষের বাম/ডান শিরায় ব্যাথা হতে পারে আবার কখনো scrotum ফুলে যায় ,মূলত বীর্য প্রসাবটেস্টিস থলিতেএর সাথের শিরাতে আটকে থাকার আসার কারনে এমন হয়। কেননা বীর্য স্খলন হওয়ার পর [[বীর্যপাত]]/[[Ejaculation]] না হয়ে তা আটকে থাকে(এখানে [[:en:Retrograde ejaculation|retrograde ejaculation]] এর কথা বলা হচ্ছে না, সেটি হলে বীর্য পিছনে বা প্রসাব থলিতে জমা হয়।)। আর এই ফোলাটি [[:en:Varicocele|ভেরিকোসিল]] রোগের কারনেও হতে পারে। তবে সচরাচর এই রোগের কারনে তা হয় না।
 
- [[পেরিনিয়াম]]'এ [<nowiki/>[[স্ক্রোটাম]] (অণ্ডকোষকে আচ্ছাদিত ত্বক) এবং মলদ্বারের মধ্যবর্তী জায়গা] অথবা অণ্ডকোষে ব্যথা হয়ে থাকে।
 
- কারো সাথে কথা বলার আগ্রহ কম থাকে, অন্ধকার পরিবেশ ভালো লাগা। অনেকটালাগে, [[Introvert]]একা এরথাকার মতপ্রবণতা আচরণবেশি করে।থাকে। কথার শ্রুতিমধুরতাও হারায় কারো কারো ক্ষেত্রে।
 
- কেউ কেউ [[আত্মহত্যা]] করে বা করার জন্য মনস্থির করে, অর্থাৎ আত্মহত্যার প্রবণতা দেখা যায়।
৮২ নং লাইন:
- ধাতু ক্ষয় হলে শরীর শুকিয়ে যায় এবং শরীরের ওজন কমে যায়।
 
- দেহে [[যৌন হরমোন]] বা( [[পিটুইটারি গ্রন্থি|পিটুইটারি এড্রিনাল]], [[টেস্টোস্টেরন]], প্রভৃতি) গ্রন্থির [[হরমোন]] কম নিঃসৃত হয়, যার ফলে দেহে যৌন ক্ষমতা কমে যায় এবং শুক্র ধীরে ধীরে পাতলা হতেযায়। থাকে।
 
- নারীদের প্রতি আকর্ষণ ও যৌন বিষয়ে আগ্রহ কমে যায়। যৌন তৃপ্তিতৃপ্তিও কমে যায়।
 
- নারীদের প্রতি ঈর্ষা প্রকাশ পায় , কখনো কখনো যৌন বিষয়ে ঈর্ষা/ ঘৃণা প্রকাশ পায় ।
৯৪ নং লাইন:
- গরম এবং আর্দ্র হাত ও পায়ের তালু।
 
-
 
[http://www.andrologycenter.in/2020/04/02/what-is-sperm-viscosity-and-how-does-it-affect-my-fertility/ Low viscosity of semen], [https://www.healthline.com/health/low-testosterone/conditions-that-cause-low-libido#:~:text=Low%20libido%20describes%20a%20decreased,cause%20concern%20for%20some%20people. Low libido], [[Premature Ejaculation]], [https://www.healthline.com/health/erectile-dysfunction Erectile dysfunction] ইত্যাদি সাধারন যৌন সমস্যা দেখা দিতে পারে।
১০০ নং লাইন:
- সর্বোপরি দেহে [[টেস্টোস্টেরন]] হরমোন কম হওয়ার কারনে যে সকল সমস্যা দেখা দেয় তা প্রকাশিত হয়। যেমন:
 
*
* দেহের বাড়তি ওজনের কারণে টেস্টোস্টেরন হরমোনের অভাব দেখা দেয়।
* যৌন আগ্রহ কমে যায়।
* দুপুরের খাবারের পর অনেকেরই দুর্বল ভাব চলে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা পরীক্ষা করানো উচিত। <ref name="healthline.com">https://www.healthline.com/health/low-testosterone/effects-on-body#The-Effects-of-Testosterone-on-the-Body</ref>
১১১ নং লাইন:
* ‘[[ইরেক্টাইল ডিসফাংশন]]’ হল পুরুষ জননাঙ্গের দৃঢ়তা অর্জন করা কিংবা তা ধরে রাখার অক্ষমতা। ‘[[নাইট্রিক অক্সাইড]]’ সরবরাহের মাধ্যমে ‘[[টেস্টোস্টেরন]]’ হরমোনই মূলত লিঙ্গ দৃঢ় হওয়ার ঘটনাটি ঘটায়। ফলে শরীরে এই হরমোনের অভাব থাকলে লিঙ্গের দৃঢ়তা ধরে রাখা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
* [[আত্মবিশ্বাস|আত্মবিশ্বাসের]] উপরেও এই হরমোনের বড় ধরনের প্রভাব বিদ্যমান।
* [[আত্মমর্যাদা]] নিয়ন্ত্রণেও এই হরমনের প্রভাব লক্ষ্য করা যায়।এর মাত্রা স্বাভাবিকের নিচে নেমে এলে যৌনক্ষমতা মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি এই হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে সঙ্গমের আগ্রহও কমে যেতে পারে। মাংসপেশি তৈরিতে এই হরমনের প্রভাব ব্যাপক।
* ছেলেদের দাঁড়ি-গোঁফ-চুল গজানোয় এর প্রভাব রয়েছে । এই হরমনের পরিমান কমে গেলে চুল পরার সমস্যা বা টাক হওয়ার সমস্যা হতে পারে ।