বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২০ নং লাইন:
 
:মাননীয় মহাশয়, আপনার সম্ভবত কোথাও ভুল হচ্ছে। আমি ইতিমধ্যেই "আণবিক ভর" নিবন্ধটি সম্পূর্ণ অণুবাদ করে গত ফেব্রুয়ারি মাসেই পর্যালোচনার জন্য জমা দিয়ে দিয়েছি। উক্ত বিষয়টি জমাদান তালিকায় ৪৬ নম্বরে আছে এবং দীর্ঘদিন যাবৎ মাননীয় পর্যালোচক মোঃ গোলাম মুকিত খান মহাশয় পর্যালোচনা করেই চলেছেন। উল্টে আজ প্রায় একমাস যাবৎ নিবন্ধটিকে সম্পূর্ণ পর্যালোচনা করা হয়ে গেলেও এখনো আপনাদের তরফে আমার মানোন্নয়নকৃত নিবন্ধটিকে গ্রহন করার কোনো খবর পাইনি একারনে দ্বিতীয় কোনো নিবন্ধ ধরারও সাহস পাচ্ছিনা। সুতরাং দ্রুত এই "আণবিক ভর" নিবন্ধটিকে বিচারপূর্বক গ্রহন করার অনুরোধ জানাই। আর দ্বিতীয় বার জমাদানের কোনো কথা কোথাও তো বলা হয়নি। [[ব্যবহারকারী:রূপক পাল|রূপক পাল]] ([[ব্যবহারকারী আলাপ:রূপক পাল#top|আলাপ]]) ১৬:৩৯, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)
::@[[ব্যবহারকারী:মোঃ মারুফ হাসান24|মোঃ মারুফ হাসান]] আমার মনে হচ্ছে, উনি নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করেছেন। @@[[ব্যবহারকারী:রূপক পাল|রূপক পাল]], আপনি এই একটি নিবন্ধের জন্য অপেক্ষা করে দ্বিতীয় কোনো নিবন্ধ শুরু করছেন না, এটাতো কোনো কাজের কথা নয়। আপনি নিশ্চিন্তে আরেকটি নিবন্ধ শুরু করে দিন। মুহিত খান সম্ভবত বাস্তব জীবনে ব্যস্ত। উনি না করলে আমি পর্যালোচনা করে দিবো। — <span style="font-family:Arial; font-weight:bold;">[[User:Yahya|<span style="color:black;">ইয়াহিয়া</span>]]</span> ([[User talk:Yahya#top|<span style=" color: #360;">আলাপ</span>]] • [[Special:Contributions/Yahya|<span style="color: #306;">অবদান</span>]]) - ১৮:৩০, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)
:::@[[ব্যবহারকারী:রূপক পাল|রূপক পাল]] অভিনন্দন। আপনি নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করেছেন। আসলে আমারই একটু ভূল হয়েছে 😅😅😅। এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ। -- <font style="font-weight: 600; font-style:italic;">[[ব্যবহারকারী:মোঃ মারুফ হাসান24|মোঃ মারুফ হাসান]]</font> ([[ব্যবহারকারী আলাপ:মোঃ মারুফ হাসান24|আলাপ]]) ০১:২২, ১৮ মার্চ ২০২২ (ইউটিসি)