ঈসা খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bara_Bhuiyan_Isha_khan_of_bengal._jpg.jpg সরানো হলো। এটি Yann কর্তৃক কমন্স থেকে অপসারিত হয়েছে, কারণ: Media missing permission as of 22 November 2021।
সম্পাদনা সারাংশ নেই
২১ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
ঈসা খানের দাদা ভগীরথ বাইস গোত্রের [[রাজপুত]] সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অযোধ্যা থেকে বাংলায় আসেন এবং বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ (রাজত্বকাল ১৫৩৩-১৫৩৮) এর অধীনে দেওয়ানের চাকরি গ্রহণ করেন। তাঁর পুত্র কালিদাস গজদানী তাঁর মৃত্যুর পরে এই পদটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। পরবর্তীতে সুফি [[সৈয়দ ইব্রাহীম দানিশমন্দ|দানিশমান্দের]] নির্দেশনায় গাজদানি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সুলাইমান খান নামে নতুন নাম রাখেন।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=Sylhet : history and heritage|শেষাংশ=Hussainy Chisti|প্রথমাংশ=Syed Hasan Imam|তারিখ=1999|প্রকাশক=Bangladesh Itihas Samiti|অবস্থান=Dhaka|পাতাসমূহ=৬০০|অন্যান্য=Sharif Uddin Ahmed|আইএসবিএন=984-31-0478-1|oclc=43324874|সংস্করণ=১ম}}</ref>
১৫২৯ বা ১৫৩৭ সালে ব্রাক্ষণবাড়িয়া জেলার [[সরাইল উপজেলা|সরাইল]] পরগণায় ঈসা খাঁর জন্ম। তাঁর পিতা কালিদাস গজদানী ভাগ্যান্বেষণে অযোধ্যা থেকে গৌড়ে এসে স্বীয় প্রতিভা গুণে রাজস্বমন্ত্রী পদে উন্নীত হন। পরে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাঁর নাম হয় সুলাইমান খাঁ। তিনি সুলতান [[গিয়াসউদ্দিন মাহমুদ শাহ|গিয়াসউদ্দিন মাহমুদ শাহে]]র (১৫৩৩-৩৮) মেয়ে [[সৈয়দা মোমেনা খাঁতুন]]কে বিয়ে করে ব্রাহ্মনবাড়িয়ার [[সরাইল উপজেলা|সরাইল]] পরগণা ও পূর্ব মোমেনশাহী অঞ্চলের জায়গীরদারী লাভ করেন। ১৫৪৫ সালে শের শাহের পুত্র ইসলাম শাহ দিল্লীর সিংহাসনে আরোহণ করার পর সুলাইমান খাঁ দিল্লীর আনুগত্য অস্বীকার করলে কৌশলে তাঁকে হত্যা করে তাঁর দুই নাবালক পুত্র ঈসা খাঁ এবং ইসমাইল খাঁকে একদল তুরানী বণিকের নিকট বিক্রি করা হয়। ১৫৬৩ সালে ঈসা খাঁর চাচা কুতুব খাঁ রাজকার্যে নিযুক্তি লাভ করে বহু অনুসন্ধানের পর সুদূর তুরান দেশের এক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে ২ ভ্রাতুস্পুত্রকে উদ্ধার করেন। এ সময় ঈসা খাঁর বয়স মাত্র ২৭ বছর।
 
তিনি সুলতান [[গিয়াসউদ্দিন মাহমুদ শাহ|গিয়াসউদ্দিন মাহমুদ শাহে]]র (১৫৩৩-৩৮) মেয়ে [[সৈয়দা মোমেনা খাঁতুন]]কে বিয়ে করে ব্রাহ্মনবাড়িয়ার [[সরাইল উপজেলা|সরাইল]] পরগণা ও পূর্ব মোমেনশাহী অঞ্চলের জায়গীরদারী লাভ করেন।<ref name="bpedia">{{cite web|author=AA Sheikh Md Asrarul Hoque Chisti|publisher=[[Asiatic Society of Bangladesh]]|title=Isa Khan|url=http://en.banglapedia.org/index.php?title=Isa_Khan|url-status=live|archive-url=https://web.archive.org/web/20190328192142/http://en.banglapedia.org/index.php?title=Isa_Khan|archive-date=28 March 2019|access-date=5 May 2015|website=[[Banglapedia]]: The National Encyclopedia of Bangladesh}}</ref>
 
১৫২৯ বা ১৫৩৭ সালে ব্রাক্ষণবাড়িয়া জেলার [[সরাইল উপজেলা|সরাইল]] পরগণায় ঈসা খাঁর জন্ম। তাঁর পিতা কালিদাস গজদানী ভাগ্যান্বেষণে অযোধ্যা থেকে গৌড়ে এসে স্বীয় প্রতিভা গুণে রাজস্বমন্ত্রী পদে উন্নীত হন। পরে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাঁর নাম হয় সুলাইমান খাঁ। তিনি সুলতান [[গিয়াসউদ্দিন মাহমুদ শাহ|গিয়াসউদ্দিন মাহমুদ শাহে]]র (১৫৩৩-৩৮) মেয়ে [[সৈয়দা মোমেনা খাঁতুন]]কে বিয়ে করে ব্রাহ্মনবাড়িয়ার [[সরাইল উপজেলা|সরাইল]] পরগণা ও পূর্ব মোমেনশাহী অঞ্চলের জায়গীরদারী লাভ করেন। ১৫৪৫ সালে শের শাহের পুত্র ইসলাম শাহ দিল্লীর সিংহাসনে আরোহণ করার পর সুলাইমান খাঁ দিল্লীর আনুগত্য অস্বীকার করলে কৌশলে তাঁকে হত্যা করে তাঁর দুই নাবালক পুত্র ঈসা খাঁ এবং ইসমাইল খাঁকে একদল তুরানী বণিকের নিকট বিক্রি করা হয়। ১৫৬৩ সালে ঈসা খাঁর চাচা কুতুব খাঁ রাজকার্যে নিযুক্তি লাভ করে বহু অনুসন্ধানের পর সুদূর তুরান দেশের এক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে ২ ভ্রাতুস্পুত্রকে উদ্ধার করেন। এ সময় ঈসা খাঁর বয়স মাত্র ২৭ বছর।
 
== কৃতিত্ব ==