কৃমি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Murshidul Islam (আলোচনা | অবদান)
একটি নতুন অধ্যায় যুক্ত করেছি
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Murshidul Islam (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে কুউ পুলক-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
৬ নং লাইন:
কৃমিকে হেলমিন্থও বলা যেতে পারে, বিশেষ করে [[চিকিৎসা বিজ্ঞান|চিকিৎসার]] পরিভাষায় যখন পরজীবী কৃমি, বিশেষ করে [[সুতাকৃমি|নেমাটোডা]] (রাউন্ডওয়ার্ম) এবং সেস্টোডা (টেপওয়ার্ম) যা তাদের হোস্টের [[পরিপাক নালি|অন্ত্রে]] বাস করে।যখন একটি প্রাণী বা মানুষের "কৃমি আছে" বলা হয়, এর মানে হল যে এটি পরজীবী কৃমি দ্বারা আক্রান্ত, সাধারণত [[সুতাকৃমি|রাউন্ডওয়ার্ম]] বা টেপওয়ার্ম ।ফুসফুসের কীটও একটি সাধারণ পরজীবী কৃমি যা বিভিন্ন প্রাণীর প্রজাতি যেমন [[মাছ]] এবং [[বিড়াল|বিড়ালের]] মধ্যে পাওয়া যায়।
 
==শরীরে ভয়ঙ্কর কৃমি হলে করনীয়==
আপনার শরীরে ভয়ঙ্কর কৃমি বাসা বেঁধেছে কীভাবে বুঝবেন<ref>https://siuly.com/2021/12/15/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac/</ref>
 
হটাৎ হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেমন কিছুই হয়নি আপনার। সারাদিন শরীরে অ্স্বস্তি বোধ লেগেই রয়েছে।
 
এটার কারণ একটাই হতে পারে, আর সেটা হল কৃমি। কিন্তু পেট ব্যথা আর মাথা যন্ত্রণাই শুধু নয়, আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে, তা বোঝার জন্য আরও কয়েকটি উপসর্গ রয়েছে।
 
 
 
কী সেই উপসর্গগুলি?
 
• অস্থিরতা, অকারণে অতিরিক্ত চিন্তা, অবসাদে ভোগা, আত্মহত্যাপ্রবণ হওয়া।
• মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অতিরিক্ত ইচ্ছা।
 
 
• রক্তাল্পতা এবং আয়রন ডেফিশিয়েন্সি। কৃমি থাকলে শরীরে রক্তের পরিমাণ কমতে কমতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে।
• ত্বকের রোগে আক্রান্ত হওয়া, র‌্যাশ, অ্যাকনে, চুলকুনি ইত্যাদি হওয়া।
• মাড়ি থেকে রক্তপাত হওয়া।
• ঘুমনোর সময়ে মুখ থেকে লালা পড়া।
• ফুড অ্যালার্জি।
• খিদে না পাওয়া।
• মেনস্ট্রুয়াল সাইকেলে সমস্যা।
• অকারণে ক্লান্ত হয়ে পড়া।
• গা-হাত-পা ব্যথা।
• নিশ্বাস নিতে কষ্ট হওয়া।
• স্মৃতিভ্রম হওয়া।
 
 
 
উপসর্গগুলি পড়ে অনেকেই নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন, কারণ সমীক্ষা বলেছে ৮৫ শতাংশ মানুষের পেটে কৃমি থাকে। কিন্তু কীভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে! মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আব্রাম বের জানিয়েছেন, ওষুধ নয়, কিছু ঘরোয়া পদ্ধতিতেই কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে।
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
'https://bn.wikipedia.org/wiki/কৃমি' থেকে আনীত