মনোযোগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Piu1912 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Piu1912 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{কাজ চলছে/২০২২}}
[[File:Scout Girl in Concentration.jpg|thumb|কেন্দ্রীভূত মনোযোগ]]
'''মনোযোগ''' হল একটি আচরণগত ও সংজ্ঞানাত্মক প্রক্রিয়া যা নৈর্বাচনিকভাবে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তিগত বা বস্তুগত তথ্যের প্রতি মনোনিবেশ করতে এবং সেই বিষয়টি সম্পর্কিত অন্যান্য তথ্য উপেক্ষা করতে সহায়তা করে। ঊইলিয়াম জেমস (১৮৯০) লিখেছিলেন, "মনোযোগ হল সমানভাবে সম্ভাব্য বহু চিন্তাধারা বা সম্ভাবনার মধ্য থেকে কন বিশেষ একটির মনের দ্বারা স্বচ্ছ ও প্রানবন্তরুপে নির্বাচন। চিন্তার কেন্দ্রিকতা, মনোনিবেশ এবং সচেতনতা এর মূল আধার।" মনোযোগ প্রক্রিয়াটিকে সংজ্ঞানাত্মক প্রক্রিয়ার উপাদানগুলির সীমিত বিভাজনের ফল হিসেবেও বর্ণনা করা হয়।
'''মনোযোগ''' হল একটি [[আচরণ]]গত ও [[সংজ্ঞান|সংজ্ঞানাত্মক প্রক্রিয়া]] যাতে নৈর্বাচনিকভাবে পরিবেশের কোনও বস্তু, ঘটনা বা দৃশ্য থেকে আগত কোনও একটি নির্দিষ্ট উদ্দীপক, সংবেদন, ধারণা, চিন্তা বা কর্মকাণ্ড অব্যাহতভাবে সচেতন মনের ভেতরে স্থান দখল করে এবং অন্যান্যগুলি হয় উপেক্ষা করা হয় বা পর্যবেক্ষণই করা হয় না। যে জিনিসটির উপরে মনোযোগ দেওয়া হয়েছে, সেটির থেকে আগত উদ্দীপকগুলির প্রতি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (মস্তিষ্ক) একটি প্রস্তুত অবস্থায় বিরাজ করে, উদ্দীপকগুলি [[কর্মরত স্মৃতি]]তে প্রবেশ করে এবং এরপর মনের চিন্তামূলক প্রক্রিয়াগুলি সেই তথ্যগুলির উপর কেন্দ্রীভূত হয় এবং অপেক্ষাকৃত দীর্ঘ সময় যাবৎ সেই তথ্যাবলী প্রক্রিয়াজাতকরণের কাজে নিয়োজিত হয়।
 
 
 
'''মনোযোগ''' হল একটি [[আচরণ]]গত ও [[সংজ্ঞান|সংজ্ঞানাত্মক প্রক্রিয়া]] যাতে নৈর্বাচনিকভাবে পরিবেশের কোনও বস্তু, ঘটনা বা দৃশ্য থেকে আগত কোনও একটি নির্দিষ্ট উদ্দীপক, সংবেদন, ধারণা, চিন্তা বা কর্মকাণ্ড অব্যাহতভাবে সচেতন মনের ভেতরে স্থান দখল করে এবং অন্যান্যগুলি হয় উপেক্ষা করা হয় বা পর্যবেক্ষণই করা হয় না। যে জিনিসটির উপরে মনোযোগ দেওয়া হয়েছে, সেটির থেকে আগত উদ্দীপকগুলির প্রতি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (মস্তিষ্ক) একটি প্রস্তুত অবস্থায় বিরাজ করে, উদ্দীপকগুলি [[কর্মরত স্মৃতি]]তে প্রবেশ করে এবং এরপর মনের চিন্তামূলক প্রক্রিয়াগুলি সেই তথ্যগুলির উপর কেন্দ্রীভূত হয় এবং অপেক্ষাকৃত দীর্ঘ সময় যাবৎ সেই তথ্যাবলী প্রক্রিয়াজাতকরণের কাজে নিয়োজিত হয়।
 
সংবেদী অঙ্গসমূহ ও স্মৃতিভাণ্ডার থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ তথ্য সামাল দেওয়ার জন্য মানুষের অসীম ধারণক্ষমতা নেই, তাই মনোযোগ প্রদানের মাধ্যমে স্বল্প ধারণক্ষমতাবিশিষ্ট তথ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থাগুলি ব্যবহার করা সম্ভব হয়। মনোযোগকে তাই সীমিত সংজ্ঞানাত্মক প্রক্রিয়াজাতকরণ সম্পদসমূহের [[মনোযোগ মিতব্যয়|বণ্টন]] হিসেবেও বর্ণনা করা হয়েছে।<ref>{{cite book | vauthors = Anderson JR |author-link=John Robert Anderson (psychologist) |year=2004 |title=Cognitive Psychology and Its Implications |edition=6th |publisher=Worth Publishers |url= https://books.google.com/books?id=9P4p6eAULMoC |isbn=978-0-7167-0110-1 |pages=519}}</ref> যেমন অতীত অভিজ্ঞতা মানুষের প্রত্যক্ষণমূলক অভিজ্ঞতার উপর প্রভাব ফেলতে পারে (আমরা সেসব জিনিসের প্রতি মনোযোগ দেই, যেগুলি আমাদের জন্য অর্থবহ)। আবার কিছু কিছু কর্মকাণ্ডতে (যেমন কোনও কিছু পড়া) সচেতনভাবে অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ এক্ষেত্রে ঐচ্ছিক মনোযোগ প্রদান করা হয়। আবার অন্যদিকে পরিবেশের উদ্দীপকসমূহের বিভিন্ন ধর্ম যেমন তীব্রতা, গতি, পুনরাবৃত্তি, বৈসাদৃশ্য ও নতুনত্ব মানুষের মনোযোগ দখল করতে পারে অর্থাৎ [[অনৈচ্ছিক মনোযোগ]] সৃষ্টি করতে পারে। যেমন পেছনে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাওয়া, চোখের কোণে কোনও সাপ দেখতে পাওয়া, ইত্যাদি ঘটনা অনৈচ্ছিক মনোযোগের কারণ হতে পারে।