ততযন্ত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
ব্যাখ্যা
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৭ নং লাইন:
 
[[File:Paraguayan harp 1.jpg|thumb|250px|right|প্যারাগুয়ের একটি হার্প, একটি উল্লম্ব বহুতন্ত্রী শুষিরযন্ত্র]]
উল্লম্ব বহুতন্ত্রী (হার্প জাতীয়) যন্ত্রগুলিতে একটি ধ্বনিফলকের সাথে উল্লম্বভাবে বা নির্দিষ্ট কোণে বহুসংখ্যক তার (৩০ থেকে ৪০টি) থাকে, যেগুলির প্রতিটি ভিন্ন ভিন্ন তীক্ষ্ণতার স্বর উৎপাদন করে। তারগুলি বিভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে। হ্রস্ব দৈর্ঘ্যের তারগুলি উচ্চতীক্ষ্ণতা তথা উঁচুগ্রামের স্বর উৎপাদন করে। তারগুলি সাধারণত একটি ত্রিভুজাকৃতির কাঠামোয় আবদ্ধ থাকে। ত্রিভুজের উপরের বাহুটি অর্থাৎ যন্ত্রটির গ্রীবাটি ধনুকাকৃতি বা খিলানাকৃতির হয়ে থাকে। এই যন্ত্রগুলির তারগুলিকে আঙুল দিয়ে টেনে টেনে বাজানো হয়। পাশ্চাত্যে [[হার্প]] ও দক্ষিণ এশিয়াতে [[সুরমণ্ডল]] এরূপ দুইটি উল্লম্ব বহুতন্ত্রী যন্ত্রের ধ্রুপদী উদাহরণ।
 
[[File:Santoor.jpg|thumb|right|250px|ভারতের [[সন্তুর]], একটি অনুভূমিক বহুতন্ত্রী শুষিরযন্ত্র]]
অনুভূমিক বহুতন্ত্রী যন্ত্রগুলিতে (জিথার জাতীয়) একটি অনুভূমিকভাবে বসানো সমতল ধ্বনিফলকের উপরে বহুসংখ্যক একই দৈর্ঘ্যের তার পাশাপাশি বসানো থাকে। বাদ্যযন্ত্রীর কোলে বা টেবিলে বা মাটিতে এটি বসানো থাকে। তারগুলিকে ছড় দিয়ে ঘষে, আঙুল বা অঙ্গুলিত্র দিয়ে টেনে কিংবা ছোট হাতুড়ি বা কাঠি দিয়ে আঘাত করে স্বর উৎপাদন করা হয়। [[সন্তুর]] এক ধরনের দক্ষিণ এশীয় অনুভূমিক বহুতন্ত্রী যন্ত্র। দক্ষিণ এশিয়াতে [[সুরমণ্ডল]] নামের আরেকটি যন্ত্রও প্রচলিত। চাবিফলকের চাবির সাথে সংযুক্ত হাতুড়ি দিয়ে আঘাত করে ধ্বনি উৎপাদনকারী বাক্সজাতীয় অনুভূমিক বহুতন্ত্রী যন্ত্রের একটি অতিসাধারণ উদাহরণ হল [[পিয়ানো]] নামক যন্ত্র।
 
[[File:The Queen's gold lyre from the Royal Cemetery at Ur. C. 2500 BCE. Iraq Museum.jpg|thumb|right|250px|ইরাকের একটি প্রাচীন জোয়াল-বীণা জাতীয় শুষিরযন্ত্র]]