বিজ্ঞানের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BanglaBot (আলোচনা | অবদান)
ত্রুটি সংশোধন, আইডি: ৩৭
Siam Arefin (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: পুনর্বহালকৃত
১ নং লাইন:
[[চিত্র:Science History Institute 2018 sneak peek 13.JPG|থাম্ব|এটি পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার চেস্টান্ট স্ট্রিটের বিজ্ঞান ইতিহাস ইনস্টিটিউটের বহিরাগত]]
{{কাজ চলছে/২০২২}}
'''বিজ্ঞানের ইতিহাস''' বলতে আমরা এখানে বুঝব এমন ধরনের ঐতিহাসিক নিদর্শন বা ঘটনাসমষ্টি যা যুগে যুগে বিভিন্ন সাংস্কৃতিক পরিমন্ডলে বিস্তার লাভ করেছে এবং যার ধারাবাহিকতায় বিজ্ঞানের অগ্রযাত্রা অব্যাহত থেকেছে সবসময়। মূলত [[বিজ্ঞান]] কখনোও থেমে থাকেনি, বরং বিজ্ঞানের অগ্রযাত্রার মাধ্যমেই [[পৃথিবী]] এগিয়েছে এবং বিভিন্ন যুগ অতিক্রম করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। সত্যিকার অর্থে বিজ্ঞানের সূচনা মানব জন্মের শুরু থেকেই, পার্থক্য এই যে সে সময় [[মানুষ]] জানত না যে সে কি করেছে বা কোন সভ্যতার সূচনা ঘটতে চলেছে তার দ্বারা। প্রথম যে মানুষটি পাথরে [[পাথর]] ঘষে [[আগুন]] সৃষ্টি করেছিল সে কষ্মিনকালেও ভাবেনি যে সে একটি [[নব সভ্যতার]] জন্ম দিলো। এভাবেই চলেছিল অনেকটা কাল। তারপর একসময় যখন মানুষ তার কর্ম দেখে তার কাজের অর্থ ও গুরুত্ব বুঝতে পারল তখন সে তার কাজগুলোকে গুছিয়ে আনার চেষ্টা করল। আর এভাবেই জন্ম নিলো [[বৈজ্ঞানিক পদ্ধতি]]। তারপরের ইতিহাস হল বিপ্লবের ইতিহাস যার পরে আর মানব সভ্যতাকে আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি।