মণিরত্ন মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dr. Bir (আলোচনা | অবদান)
সম্প্রসারণ, বিষয়বস্তু যোগ
BanglaBot (আলোচনা | অবদান)
পরিষ্কারকরণ
১৭ নং লাইন:
| পুরস্কার =
}}
'''মণিরত্ন মুখোপাধ্যায়''' [[ছদ্মনাম]] (মূল নাম '''প্রণবকুমার মুখোপাধ্যায়''') বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক ছিলেন।<ref name="অভিধান">{{citeবই bookউদ্ধৃতি |lastশেষাংশ=দেওয়ানজী |first1প্রথমাংশ১=শিবব্রত |last2শেষাংশ২=শীল |first2প্রথমাংশ২=গোপেশরঞ্জন |titleশিরোনাম=বহির্বঙ্গ লেখক অভিধান |editionসংস্করণ=প্রথম |locationঅবস্থান=ভিলাই, মধ্যপ্রদেশ |publisherপ্রকাশক=দুর্বাসা |yearবছর=২০০৮ |pageপাতা=৪৩ }}</ref> [[১৯৪০]] সালের ১ সেপ্টেম্বর [[সিউড়ি]]র মামার বাড়িতে জন্ম তার। মূলত তিনি [[কথাসাহিত্য]]ক ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠিত পত্রপত্রিকায় ও লিটল ম্যাগাজিনে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। [[উপন্যাস]], ভ্রমণ কাহিনী রচনায় তিনি স্বছন্দ ছিলেন। গবেষণামূলক লেখালেখিতেও তাঁর পারদর্শিতা উল্লেখযোগ্য। তাঁর জীবনের বেশি সময় কেটছে [[দিল্লি]]তে। দিল্লিতেই তাঁর মৃত্যু ১১ জুন [[২০২১]] তারিখে।<ref name="প্রয়াত">{{citeসংবাদ newsউদ্ধৃতি|urlইউআরএল=https://epaper.thestatesman.com/c/61067714|titleশিরোনাম=প্রয়াত সাহিত্যিক মণিরত্ন মুখোপাধ্যায়|lastশেষাংশ=জালাল|firstপ্রথমাংশ=সৈয়দ হাসমত|dateতারিখ=2021-06-12|workকর্ম=[[দৈনিক স্টেটসম্যান]]|accessdateসংগ্রহের-তারিখ=2021-07-30|publisherপ্রকাশক=দ্য স্টেটসম্যান লিমিটেড|locationঅবস্থান=কলকাতা|formatবিন্যাস=ইপেপার}}</ref>
 
== প্রথম জীবন ==
বীরভূম জেলার সিউড়ি শহর থেকে প্রায় দু-মাইল দূরে মুখুড়িয়া গ্রামে মামার বাড়িতে প্রণবকুমার মুখোপাধ্যায় (ছদ্মনাম: মণিরত্ন মুখোপাধ্যায়)-এর জন্ম। জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ১৯৪০।<ref name="গল্প">{{citeবই bookউদ্ধৃতি |lastশেষাংশ=ভট্টাচার্য |first1প্রথমাংশ১=শ্যামল |titleশিরোনাম=ভারতের বাংলা গল্প |chapterঅধ্যায়=লেখক পরিচিতি |editionসংস্করণ=প্রথম |editorসম্পাদক-lastশেষাংশ=বীর |editorসম্পাদক-firstপ্রথমাংশ=তন্ময় |editor2সম্পাদক২-lastশেষাংশ=মিদ্যা |editor2সম্পাদক২-firstপ্রথমাংশ=দুর্গাদাস |locationঅবস্থান=ঊনকোটি [[ত্রিপুরা]] |publisherপ্রকাশক=স্রোত |yearবছর=২০১৬ |pageপাতা=৬৭১ |isbnআইএসবিএন=978-9380904788 }}</ref> প্রাথমিক পড়াশোনা সেখানকার গ্রামের স্কুলে। শৈশব কৈশোর গ্রামের মুক্ত পরিবেশের মধ্যে অতিবাহিত হয়েছে। বেশ কয়েকবার জলে ডুবে যেতে যতে বেঁচে গেছেন।<ref name="প্রয়াত" /> বাবা চাকরি করতেন পূর্ববঙ্গে, দেশভাগের পর এপারে চলে আসেন তিনি। বীরভূমের পর মণিরত্নের পরবর্তী কৈশোর কেটেছে হুগলির চুঁচুড়াতে। দেশভাগের প্রভাব তাদের সংসারে বেশ গভীর ছিল। তাঁর এক বোন এই সময় মারা যান। হুগলি কলিজিয়েট স্কুলে ভর্তি হন। তারপর হুগলি কলেজে ফ্রি স্টুডেন্টশিপ পেয়ে ভর্তি হন।<ref name="প্রয়াত" /> সেখান থেকে আই এস সি-তে স্কলারশিপ, বি এস সি-তে ফিজিক্স অনার্স নিয়ে পাশ করেন। এম এস সি ভর্তি হন কলকাতার [[প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা|প্রসিডেন্সি কলেজে]] । প্রেসিডেন্সি কলেজে পাঠ অসম্পূর্ণ রেখে তিনি জামালপুর রেল কারখানায় অ্যাপ্রেন্টিস রেলওয়ে ইঞ্জিনিয়ারারিং কোর্স এ যোগ দেন।<ref name=":2">{{বই উদ্ধৃতি|শিরোনাম=দিল্লির বাঙালি|শেষাংশ=চিত্তরঞ্জন পাকড়াশি|প্রথমাংশ=|বছর=২০১৬|প্রকাশক=সৃষ্টিসুখ|অবস্থান=হাওড়া|পাতাসমূহ=১০৮ , অধ্যায়: বাংলা ভাষাচর্চা এবং কিছু বিশিষ্ট লেখক|at=|আইএসবিএন=978-1-943438-24-2}}</ref>
 
== কর্মজীবন ==
৩২৩ নং লাইন:
 
== অতিরিক্ত তথ্যসূত্র ==
''স্বাধীনতা-পরবর্তী দিল্লির বাংলা সাহিত্যচর্চা'': রূপকুমার আড়ি, শম্ভাবী প্রকাশণী, কলকাতা, ২০১৮, ISBN: 9788193614563
 
বাক্‌প্রতিমা ( মণিরত্ন মুখোপাধ্যায় স্মরণ-ক্রোড়পত্র), সম্পাদক: অনাদিরঞ্জন বিশ্বাস, দ্বাবিংশতিতম বর্ষ, জানুয়ারি-ডিসেম্বর ২০২১ (পৌষ ১৪২৭-অগ্রহায়ণ ১৪২৮), আন্দামান, ISSN 0972-9615
 
== তথ্যসূত্র ==