ফ্রেডরিখ ভোলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কিছু সম্পাদনা
২১ নং লাইন:
|footnotes =
}}
'''ফ্রেডরিখ ভোলার''' ([[৩১ জুলাই]] [[১৮০০]] – [[২৩ সেপ্টেম্বর]] [[১৮৮২]]) ছিলেনঊনবিংশ শতাব্দীর একজন [[জার্মান রসায়নবিদ,]] তিনিযিনি [[ইউরিয়া]] সংশ্লেষণের জন্য সর্বাধিক পরিচিত। এছাড়া বেশ কিছু [[মৌলিক পদার্থ|মৌলিক পদার্থকে]] পৃথকীকরণের জন্যেও তিনি খ্যাতি লাভ করেন। ফ্রেডরিখ ভোলারকে “আধুনিক [[জৈব রসায়ন|জৈব রসায়নের]] জনক” হিসেবে অভিহিত করা হয়।<ref>{{cite web |url=http://en.wikibooks.org/wiki/Organic_Chemistry/Foundational_concepts_of_organic_chemistry/History_of_organic_chemistry |title=History of organic chemistry |publisher= WikiBooks |accessdate= ২০ জানুয়ারি ২০১০}}</ref>
 
==জীবনী==
ফ্রেডরিখ ভোলার [[ফ্রাঙ্কফুর্ট|ফ্রাঙ্কফুর্টের]] এসারশেম অঞ্চলে জন্মগ্রহণ করেন। ভোলারতিনি ১৮২৩ সালে [[চিকিৎসাবিজ্ঞান|চিকিৎসা শাস্ত্র]] পড়া সম্পন্ন করেন। ১৮২৬ থেকে ১৮৩১ সাল পর্যন্ত ভোলার বার্লিনের পলিটেকনিক স্কুলে রসায়নের শিক্ষকতা করেন। এরপর তিনি গোটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক পদে যোগদান করেন। উক্ত পদে তিনি ১৮৮২ সালে তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত বহালদায়িত্ব থাকেন।পালন করেন। ১৮৩৪ সালে ভোলার [[রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি|রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমির]] সদস্য হিসেবে নির্বাচিত হন।
 
==রসায়নে অবদান==
ফ্রেডরখ ভোলারকে [[জৈব রসায়ন|জৈব রসায়নের]] পথিকৃৎ হিসেবে বিবেচনাগণ্য করা হয়। ১৮২৮ সালে আকস্মিকভাবে ইউরিয়া সংশ্লেষনের মাধ্যমে তিনি শতাব্দীকাল ধরে প্রচলিত “প্রাণশক্তি মতবাদের” অবসান ঘটান এবং এর তখন থেকেই আধুনিক জৈব রসায়নের অগ্রযাত্রা শুরু হয়।<ref>{{cite journal
| title = Ueber künstliche Bildung des Harnstoffs
| author = ফ্রেডরিখ ভোলার
৩৭ নং লাইন:
| doi = 10.1002/andp.18280880206
| url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k15097k/f261.chemindefer}}
</ref> এই বিক্রিয়া ছিল [[রসায়ন|রসায়ন শাস্ত্রে]] একটি নতুন যুগের সূচনা করে। এটি প্রমাণ করে যে, [[অজৈব রসায়ন|অজৈব পদার্থ]] থেকে [[জৈব যৌগ]] সংশ্লেষণ করা সম্ভব।
 
==গবেষণাকর্ম ও আবিষ্কার==
ফ্রেডরিখ ভোলার [[বেরিলিয়াম]], [[সিলিকন]] এবং সিলিকন নাইট্রাইডের আবিষ্কার করেন।আবিষ্কারক। এছাড়া তিনি ক্যালসিয়াম কার্বাইড সংশ্লেষণ করেন।<ref>{{cite journal| author = Deville, H. and Wohler, F. | year =1857| title= Erstmalige Erwähnung von Si3N4| journal = Liebigs Ann. Chem. | volume = 104| page = 256}}</ref> ১৮৩৪ সালে ভোলার এবং বিজ্ঞানী লাইবিগ বাদাম তেলের উপর এক গবেষণাকর্ম প্রকাশ করেন। তাঁরা প্রমাণ করেন যে [[কার্বন]], [[হাইড্রোজেন]] এবং [[অক্সিজেন|অক্সিজেনের]] পরমাণুর সমন্বয়ে গঠিত গ্রুপ একটি [[মৌলিক পদার্থ|মৌলিক উপাদানের]] ন্যায় আচরণ করে, কোনো উপাদানের স্থান পরিগ্রহণ করে এবং [[রাসায়নিক যৌগ]] হতে কোন উপাদানের সাথে বিনিময়যোগ্য হতে পারে। এর ফলে যৌগের মৌলিক কাঠামোর ভিত্তি প্রতিষ্ঠিত হয় যা রসায়নের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখে।
 
==প্রকাশনা==