অন্ধকূপ হত্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:Black Hole of Calcutta 1908.jpg|thumb|200px|অন্ধকূপ]]
[[চিত্র:Black Hole Calcutta memorial 3.jpg|thumb|সেন্ট জন'স চার্চের অভ্যন্তরে অন্ধকূপ হত্যা স্মৃতি সৌধ]]
{{টেমপ্লেট:বাঙালি}}
'''অন্ধকূপ হত্যা''' একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড, যা [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ আমলে]] কলকাতায় সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করা আছে। বর্ণিত হয়েছে যে, ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত [[ফোর্ট উইলিয়াম]] দুর্গের অভ্যন্তরে জানালাবিহীন ক্ষুদ্রাকৃতির একটি কামরায় ১৭৫৬ খ্রিষ্টাব্দের ২০শে জুন তারিখে ১৪৬ ইংরেজকে কারারুদ্ধ করা হয়েছিল।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.co.uk/books?id=o-MUAAAAIAAJ&pg=PA76|শিরোনাম=Sirajuddaullah and the East India Company, 1756-1757: Background to the Foundation of British Power in India|শেষাংশ=Gupta|প্রথমাংশ=Brijen Kishore|তারিখ=1962|বছর=|প্রকাশক=Brill Archive|অবস্থান=|পাতাসমূহ=৭৬|ভাষা=en|আইএসবিএন=}}</ref><ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=BaqmFQtvC-oC&pg=PA58|শিরোনাম=The World's Bloodiest History|শেষাংশ=Cummins|প্রথমাংশ=Joseph|তারিখ=2009|বছর=|প্রকাশক=Fair Winds Press|অবস্থান=|পাতাসমূহ=৫৮|ভাষা=en|আইএসবিএন=978-1-61673-463-3}}</ref> সেখানে অমানবিক পরিবেশের সৃষ্টি হওয়ায় এক রাতের মধ্যে ১২৩ জনের মৃত্যু ঘটে।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=|শিরোনাম=The Black Hole: The Question of Holwell's Veracity|শেষাংশ=Little|প্রথমাংশ=J. H.|তারিখ=1915|বছর=|প্রকাশক=|অবস্থান=|পাতাসমূহ=১৩৬–১৭১|ভাষা=en|আইএসবিএন=}}</ref> এই কাহিনীটি বর্ণনা করেছিলেন [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর]] কর্মচারী, পরবর্তীতে সেনাপতি, জন যেফানিয়াহ হলওয়েল (জন্মঃ ১৭১১- মৃত্যুঃ১৭৯৭ খ্রিষ্টাব্দ) তার লিখিত ''ইন্ডিয়া ফ্যাক্টস্‌'' নামক গ্রন্থে। হলওয়েল নিজেকে বেঁচে যাওয়া বন্দীদের একজন বলে দাবী করেন এবং পরবর্তীতে নিহতদের স্মরণে দুর্গের পূর্বদ্বারের সম্মুখভাগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন, যা [[ওয়ারেন হেস্টিংস|লর্ড হেস্টিংস]] ১৮১৮ খ্রিষ্টাব্দে ভেঙ্গে ফেলেন।<ref>রামগতি শর্ম্মা (অনুবাদক), ''কলিকাতার প্রাচীন দুর্গ এবং অন্ধকূপ হত্যার ইতিহাস'' (মূলঃ ''History of the Old Fort of Calcutta and the Calamity of the Black Hole'', যার রচনাকাল ১৮৫৮ খ্রিস্টাব্দ), ১৯০৪,প্রকাশক- সূচারু যন্ত্র, কোলকাতা।</ref>