বিনোদিনী দাসী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৬ নং লাইন:
বিনোদিনী ধনী যুবক [[গুর্মুখ রায়|গুর্মুখ রায়ের]] ৫০০০০ টাকার প্রলোভন ত্যাগ করেন। বরং বাংলা থিয়েটারের উন্নতির জন্য তিনি নতুন থিয়েটার খুলতে রাজি হন এবং গুর্মুখ রায়ের রক্ষিতা হতেও রাজি হন। বিনোদিনীর ইচ্ছা ছিল যে নতুন থিয়েটার তৈরি হবে তা বিনোদিনীর নামে বি-থিয়েটার হবে। কিন্তু কিছু মানুষের প্রতারনার শিকার তিনি হন। যাঁদের মধ্যে তার নিজের অভিনয় গুরু [[গিরিশচন্দ্র ঘোষ|গিরিশচন্দ্রও]] ছিলেন। বিনোদিনীর ত্যাগ স্বীকারে যে নতুন থিয়েটার তৈরি হয় বিনোদিনীর নাম তাতে থাকেনি। এই নতুন থিয়েটারের নাম হয় [[স্টার থিয়েটার]]। এই বিশ্বাসঘাতকতায় যখন বিনোদিনী দুঃখে বেদনায় কাতর তখনই রামকৃষ্ণদেব তার [[চৈতন্যলীলা]] নাটক দেখতে এসে তাকে আশীর্বাদ করেন। এর দুবছর পরেই ১৮৮৬ খ্রীষ্টাব্দে মাত্র ২২-২৩ বছর বয়েসে তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করে যান। তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনও অভিনয়ে ফিরে আসেননি। ফলে বাংলা থিয়েটার বঞ্চিত হয় এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা এবং অভিনয় থেকে। <ref name="binoq"/>
==সংস্কৃতিতে জনপ্রিয়তা==
* দীনেন গুপ্তের [[পশ্চিমবঙ্গের চলচ্চিত্র|বাংলা চলচ্চিত্রে]] ''নটি বিনোদিনী'' (১৯৯৪)তে দেবশ্রী রায় চরিত্রে অভিনয় করেছিলেন।
 
== শেষ জীবন ==